খুলনা প্রতিনিধি
খুলনায় দুর্বৃত্তের ক্ষুরের আঘাতে বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান সহকারী মো. হাফিজুর রহমান (৫৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের আহসান আহমেদ রোডে ল কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত হাফিজুর রহমান ওই এলাকার বাসিন্দা মোজাহার আলীর ছেলে। তিনি বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরে বিভিন্ন ডকুমেন্টসহ দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছিলেন। অভিযোগপত্র দেওয়ার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাফিজুর রহমান ফুচকা ও কাঠগোলার মাঝামাঝি জায়গায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ দুই যুবক তাঁর ওপর হামলা চালান। কিছু বুঝে ওঠার আগেই তারা ক্ষুর দিয়ে তাঁর পিঠে কয়েকটি আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে ওসি বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাগেরহাটের এসপি তৌহিদুল আরিফের ব্যাপক দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে ডকুমেন্টসসহ দুদকে আবেদন করার পর থেকে হাফিজুর নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এ ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না, জানতে চাইলে ওসি বলেন, ‘এখনই কোনো মন্তব্য করা ঠিক নয়, আমরা তদন্ত করে কারণ উদ্ঘাটনের চেষ্টা করছি।’
খুলনায় দুর্বৃত্তের ক্ষুরের আঘাতে বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান সহকারী মো. হাফিজুর রহমান (৫৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের আহসান আহমেদ রোডে ল কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত হাফিজুর রহমান ওই এলাকার বাসিন্দা মোজাহার আলীর ছেলে। তিনি বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরে বিভিন্ন ডকুমেন্টসহ দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছিলেন। অভিযোগপত্র দেওয়ার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাফিজুর রহমান ফুচকা ও কাঠগোলার মাঝামাঝি জায়গায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ দুই যুবক তাঁর ওপর হামলা চালান। কিছু বুঝে ওঠার আগেই তারা ক্ষুর দিয়ে তাঁর পিঠে কয়েকটি আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে ওসি বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাগেরহাটের এসপি তৌহিদুল আরিফের ব্যাপক দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে ডকুমেন্টসসহ দুদকে আবেদন করার পর থেকে হাফিজুর নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এ ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না, জানতে চাইলে ওসি বলেন, ‘এখনই কোনো মন্তব্য করা ঠিক নয়, আমরা তদন্ত করে কারণ উদ্ঘাটনের চেষ্টা করছি।’
বগুড়ার শাজাহানপুরে মামলা তুলে না নেওয়া ও চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটায় আহত আল আমিন (৩৫) নামের এক ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান।
৩ মিনিট আগেনাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
১১ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৪২ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগে