ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তাঁরা মারা যান।
মৃত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ শহরের নদীপাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) এবং ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজীব হোসেন (২৫)।
মৃত বিপুল কুমারের ভাই নির্মল কুমার বলেন, ‘গতকাল মধ্যরাতে বিপুল প্রেশার লো হয়ে অসুস্থ হয়ে পড়ে। এ সময় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’
শহরের ঢাকালে পাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, গতকাল রাতে মৃত ব্যক্তিরা কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের এক হোমিও হল থেকে মদ পান করলে অসুস্থ হয়ে পড়েন।
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিবলী খাতুন বলেন, ‘রেকর্ড বইয়ের তথ্যে, রাজীব হোসেন মদপানে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, মৃত ব্যক্তিরা সবাই মদপান করলে বিষক্রিয়া অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তাঁরা মারা যান।
মৃত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ শহরের নদীপাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) এবং ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজীব হোসেন (২৫)।
মৃত বিপুল কুমারের ভাই নির্মল কুমার বলেন, ‘গতকাল মধ্যরাতে বিপুল প্রেশার লো হয়ে অসুস্থ হয়ে পড়ে। এ সময় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’
শহরের ঢাকালে পাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, গতকাল রাতে মৃত ব্যক্তিরা কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের এক হোমিও হল থেকে মদ পান করলে অসুস্থ হয়ে পড়েন।
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিবলী খাতুন বলেন, ‘রেকর্ড বইয়ের তথ্যে, রাজীব হোসেন মদপানে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, মৃত ব্যক্তিরা সবাই মদপান করলে বিষক্রিয়া অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ভগ্নিপতি ও ভাগনে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মহদিরকোনা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ছেরাগ আলী (৫৫) ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
১ মিনিট আগেঢাকা মহানগরের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুত খসড়াটি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।
৩ মিনিট আগেরনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৮ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৮ মিনিট আগে