Ajker Patrika

খুমেকের পিসিআর ল্যাব বন্ধ থাকবে ৩ দিন 

আবু হাসান, খুলনা
খুমেকের পিসিআর ল্যাব বন্ধ থাকবে ৩ দিন 

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব আজ বৃহস্পতিবার থেকে আগামী তিনদিন বন্ধ রাখা হয়েছে। ল্যাবের পরিবেশ দূষিত হওয়ার ফলে পিসিআর ল্যাবের ফলাফলে সমস্যা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন খুলনার সিভিল সার্জন নিয়াজ মাহমুদ।  

আজকের পত্রিকাকে নিয়াজ মাহমুদ জানান, আগামী রোববার থেকে এই ল্যাবে পুনরায় করোনা পরীক্ষা শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। তবে বন্ধের সময়ও নমুনা সংগ্রহ অব্যাহত থাকবে। এই নমুনাগুলো ঢাকা থেকে পরীক্ষা করিয়ে আনা হচ্ছে।
 
খোঁজ নিয়ে জানা যায়, চালু হওয়ার ১৫ মাসের মাথায় খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাব দূষিত হয়েছে। গতকাল নমুনা পরীক্ষা করতে গিয়ে এমনটি ধরা পড়ার পর আজ থেকে ল্যাবটির কার্যক্রম বন্ধ করে দূষণমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।  

তবে ল্যাবটি বন্ধ থাকলেও আজ থেকে মজুত থাকা নমুনাগুলো ঢাকায় পাঠিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে অবস্থান করা রোগীদের মধ্যে যাদের পরীক্ষার প্রয়োজন হবে, তাদের নমুনা সংগ্রহ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে পরীক্ষা করা হবে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত