Ajker Patrika

ঘূর্ণিঝড় মিধিলি: দুবলার চর শুঁটকিপল্লিতে ৮৫ লাখ টাকার ক্ষতি

বাগেরহাট প্রতিনিধি
ঘূর্ণিঝড় মিধিলি: দুবলার চর শুঁটকিপল্লিতে ৮৫ লাখ টাকার ক্ষতি

ঘূর্ণিঝড় মিধিলির ঝোড়ো বাতাসে সুন্দরবনের দুবলার চরের বিভিন্ন এলাকায় শুঁটকি তৈরির আড়া ও মাচা ভেঙে গেছে। পচন ধরেছে শুঁটকি তৈরির জন্য মাচা ও আড়ায় রাখা মাছে। ব্যবসায়ী ও জেলেদের দাবি, এতে আনুমানিক ৮৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। 

ব্যবসায়ী আবু হানিফ আজকের পত্রিকাকে বলেন, ‘ঝড় ও বৃষ্টিতে চরে থাকা বিপুল পরিমাণ শুঁটকি নষ্ট হয়ে গেছে। ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। মৌসুমের শুরুতে আমরা বড় একটি ধাক্কা খেলাম। 

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম আজকের পত্রিকাকে বলেন, মিধিলির প্রভাবে ঝড়–বৃষ্টিতে শুঁটকি পল্লিতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। 

সুন্দরবনের দুবলার চরে ঝড়ে ভেঙে পড়েছে শুঁটকি তৈরির মাচা তিনি আরও বলেন, দুবলার চরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হিসাবে আনুমানিক ৮০ থেকে ৮৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মৌসুমের শুরুতে হওয়ায় এই ক্ষতি রাজস্ব আদায়ে তেমন প্রভাব পড়বে না। পরবর্তী সময়ে আবহাওয়া অনুকূল থাকলে, ক্ষতি পুষিয়ে নিতে পারবেন জেলেরা বলে দাবি করেন এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত