Ajker Patrika

টাকার মায়ায় প্রাণ গেল যুবকের 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
টাকার মায়ায় প্রাণ গেল যুবকের 

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীতে বালুবোঝাই একটি ট্রলার ডুবে যায়। এ সময় চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও, নাজমুল মৃধা (৩৪) নামের এক যুবক ক্যাবিন থেকে টাকা আনতে গিয়ে ট্রলারের সঙ্গে ডুবে যান।

আজ মঙ্গলবার সকাল ৭ টার দিকে উপজেলার কামঠানা এলাকায় এ ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুর ২ টার দিকে নাজমুলের লাশ উদ্ধার করে।

নাজমুল মৃধা কালিয়া উপজেলার নওয়াগ্রামের আকবার মৃধার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব আলম।

ঘটনার সময় ট্রলারে থাকা বায়জিদ নামের এক যুবক বলেন, ‘ট্রলারের ভেতর আমরা ৪ জন ছিলাম। তলা ফেটে যাওয়ায় আমরা সবাই উপরে ওঠে আসি। কিন্তু নাজমুল ক্যাবিন থেকে টাকা আনতে যায়। আমরা নিষেধ করলেও সে শোনেনি। পরে ট্রলারের সঙ্গে সেও ডুবে যায়।’

এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মাহাবুব আলম বলেন, ‘সকাল ৮ টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পরে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। দুপুর আড়াইটার দিকে নাজমুলের লাশ উদ্ধার করা হয়। লাশ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত