চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতণ্ডার জেরে আজগর হোসেন (২৫) নামের এক বিএনপি কর্মীকে গুলি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচিত ইমরান হোসেন তাঁকে গুলি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গুলিবিদ্ধ আজগর হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি তাজা গুলি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে।
গুলিবিদ্ধ আজগর উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বিএনপি নেতা আব্বাস আলীর ছেলে। ইমরান একই গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের ছেলে। তিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কবির হোসেনের চাচাতো ভাই।
আজগরের ফুপাতো ভাই বিএনপি কর্মী বিপুল হোসেন বলেন, সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য কবীর হোসেনের বাবা আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের সঙ্গে বিএনপি কর্মী ওলিয়ার রহমান এবং গুলিবিদ্ধ আজগরের বাবা ওয়ার্ড বিএনপি নেতা আব্বাস আলীর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্ক হয়। এ নিয়ে সন্ধ্যায় গ্রামের পণ্ডিত মোড়ে ইউপি সদস্য কবীর হোসেনের চাচাতো ভাই (আলতাফের ভাতিজা) শিপন তাঁকে হুমকি দেন এবং আব্বাস-ওলিয়ারদের খুঁজতে থাকেন। তখন তিনি পণ্ডিত মোড় থেকে চলে যান।
বিপুল হোসেন আরও বলেন, ‘তারাবি নামাজের আগে গ্রামের মিলনের মুদিদোকানের সামনে মামাতো ভাই আজগরসহ অন্যদের সঙ্গে কথা বলছিলাম। এ সময় আলতাফের আরেক ভাতিজা ইমরান পিস্তল উঁচিয়ে আমার দিকে গুলি ছোড়ে। আমি নিজেকে সরিয়ে নিতে পারি। সেই গুলি পাশে থাকা আজগরের পায়ে লাগে। স্থানীয়রা ইমরানকে আটক করে মারধর করে পুলিশে খবর দেয়। তবে এরই মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতারা ইমরানকে চিকিৎসা দেওয়ার নাম করে পুলিশ আসার আগেই ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশ এসে গুলিবিদ্ধ আজগরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। এ সময় ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি ও এক রাউন্ড ব্যবহৃত গুলির খোসাসহ একটি পিস্তল উদ্ধার করে পুলিশ।’
চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন আহত আজগর বলেন, ‘সেখানে আগে কিছু ঝামেলা হয়। আমি বাড়ি থেকে ওখানে গেলে কিছু বুঝে ওঠার আগেই ইমরানের গুলি এসে আমার পায়ে বিদ্ধ হয়। আমি আহত হয়ে পড়ে যাই।’ হাসপাতালের ডাক্তার পরীক্ষা করে বলেছেন পায়ে এখনো গুলি বিদ্ধ রয়েছে। অপারেশন করে বের করার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আজগরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ডাক্তার তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও খবর পড়ুন:
যশোরের চৌগাছায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতণ্ডার জেরে আজগর হোসেন (২৫) নামের এক বিএনপি কর্মীকে গুলি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচিত ইমরান হোসেন তাঁকে গুলি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গুলিবিদ্ধ আজগর হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি তাজা গুলি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে।
গুলিবিদ্ধ আজগর উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বিএনপি নেতা আব্বাস আলীর ছেলে। ইমরান একই গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের ছেলে। তিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কবির হোসেনের চাচাতো ভাই।
আজগরের ফুপাতো ভাই বিএনপি কর্মী বিপুল হোসেন বলেন, সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য কবীর হোসেনের বাবা আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের সঙ্গে বিএনপি কর্মী ওলিয়ার রহমান এবং গুলিবিদ্ধ আজগরের বাবা ওয়ার্ড বিএনপি নেতা আব্বাস আলীর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্ক হয়। এ নিয়ে সন্ধ্যায় গ্রামের পণ্ডিত মোড়ে ইউপি সদস্য কবীর হোসেনের চাচাতো ভাই (আলতাফের ভাতিজা) শিপন তাঁকে হুমকি দেন এবং আব্বাস-ওলিয়ারদের খুঁজতে থাকেন। তখন তিনি পণ্ডিত মোড় থেকে চলে যান।
বিপুল হোসেন আরও বলেন, ‘তারাবি নামাজের আগে গ্রামের মিলনের মুদিদোকানের সামনে মামাতো ভাই আজগরসহ অন্যদের সঙ্গে কথা বলছিলাম। এ সময় আলতাফের আরেক ভাতিজা ইমরান পিস্তল উঁচিয়ে আমার দিকে গুলি ছোড়ে। আমি নিজেকে সরিয়ে নিতে পারি। সেই গুলি পাশে থাকা আজগরের পায়ে লাগে। স্থানীয়রা ইমরানকে আটক করে মারধর করে পুলিশে খবর দেয়। তবে এরই মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতারা ইমরানকে চিকিৎসা দেওয়ার নাম করে পুলিশ আসার আগেই ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশ এসে গুলিবিদ্ধ আজগরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। এ সময় ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি ও এক রাউন্ড ব্যবহৃত গুলির খোসাসহ একটি পিস্তল উদ্ধার করে পুলিশ।’
চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন আহত আজগর বলেন, ‘সেখানে আগে কিছু ঝামেলা হয়। আমি বাড়ি থেকে ওখানে গেলে কিছু বুঝে ওঠার আগেই ইমরানের গুলি এসে আমার পায়ে বিদ্ধ হয়। আমি আহত হয়ে পড়ে যাই।’ হাসপাতালের ডাক্তার পরীক্ষা করে বলেছেন পায়ে এখনো গুলি বিদ্ধ রয়েছে। অপারেশন করে বের করার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আজগরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ডাক্তার তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও খবর পড়ুন:
কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলার কার্যক্রম বাতিল আবেদনের শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ সোমবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ ঘটনা ঘটে। পরে আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন...
৩ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে শাহ আলম (২০) এক তরুণ নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
৫ মিনিট আগেমিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক বাংলাদেশি সদস্য পালিয়ে দেশে চলে এসেছেন। আজ সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেন তিনি।
৬ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে রিপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রিপন মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহম্মদাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ...
৯ মিনিট আগে