Ajker Patrika

সুষ্ঠু ভোট হচ্ছে না, কেন্দ্রে শুধু নৌকার লোক: জাপার প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে 
আপডেট : ১২ জুন ২০২৩, ১৬: ২০
সুষ্ঠু ভোট হচ্ছে না, কেন্দ্রে শুধু নৌকার লোক: জাপার প্রার্থী

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে সুষ্ঠু ভোট হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু। তিনি বলেছেন, ‘খুলনা সিটিতে তারা ভোট নিয়ে যা খুশি, তা করছে। এই সরকারের আমলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। আজকের ভোটও সুষ্ঠু হচ্ছে না, এ বিষয়ে ভোটের পর সংবাদ সম্মেলন করে জানাব।’ 

আজ সোমবার খুলনা সিটি করপোরেশনে ভোটের শেষ পর্যায়ে লাঙ্গলের প্রার্থী আজকের পত্রিকাকে এসব অভিযোগ করেন। 

শফিকুল ইসলাম মধুর অভিযোগ—অনেক জায়গায় জাতীয় পার্টির কর্মীদের বাধা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এর মধ্যে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের শিশুমেলা কেন্দ্র থেকে সকালে লাঙ্গলের এজেন্টকে বের দেওয়া হয়েছে, পরে বিকেলে আবার ঢুকতে দিয়েছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এ প্রার্থী। 

এদিকে ভোটের দুদিন আগে লাঙ্গলের প্রার্থী শফিকুল ইসলাম অভিযোগ করেছিলেন—নির্বাচন প্রভাবিত করতে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক কালো টাকা ওড়াচ্ছেন। তাঁর ক্যাডার বাহিনী দিয়ে জাতীয় পার্টির কর্মীদের হামলা করেছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ ছাড়া সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছে। সবখানে আওয়ামী লীগে নিজেদের মধ্যে মারামারি করছে। নির্বাচন কমিশন এসব দেখেও না দেখার ভান করে রয়েছে। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে এবার মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)। 

এ ছাড়া সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুলনা সিটি করপোরেশনে ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত