নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে সুষ্ঠু ভোট হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু। তিনি বলেছেন, ‘খুলনা সিটিতে তারা ভোট নিয়ে যা খুশি, তা করছে। এই সরকারের আমলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। আজকের ভোটও সুষ্ঠু হচ্ছে না, এ বিষয়ে ভোটের পর সংবাদ সম্মেলন করে জানাব।’
আজ সোমবার খুলনা সিটি করপোরেশনে ভোটের শেষ পর্যায়ে লাঙ্গলের প্রার্থী আজকের পত্রিকাকে এসব অভিযোগ করেন।
শফিকুল ইসলাম মধুর অভিযোগ—অনেক জায়গায় জাতীয় পার্টির কর্মীদের বাধা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এর মধ্যে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের শিশুমেলা কেন্দ্র থেকে সকালে লাঙ্গলের এজেন্টকে বের দেওয়া হয়েছে, পরে বিকেলে আবার ঢুকতে দিয়েছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এ প্রার্থী।
এদিকে ভোটের দুদিন আগে লাঙ্গলের প্রার্থী শফিকুল ইসলাম অভিযোগ করেছিলেন—নির্বাচন প্রভাবিত করতে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক কালো টাকা ওড়াচ্ছেন। তাঁর ক্যাডার বাহিনী দিয়ে জাতীয় পার্টির কর্মীদের হামলা করেছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ ছাড়া সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছে। সবখানে আওয়ামী লীগে নিজেদের মধ্যে মারামারি করছে। নির্বাচন কমিশন এসব দেখেও না দেখার ভান করে রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে এবার মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।
এ ছাড়া সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুলনা সিটি করপোরেশনে ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে সুষ্ঠু ভোট হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু। তিনি বলেছেন, ‘খুলনা সিটিতে তারা ভোট নিয়ে যা খুশি, তা করছে। এই সরকারের আমলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। আজকের ভোটও সুষ্ঠু হচ্ছে না, এ বিষয়ে ভোটের পর সংবাদ সম্মেলন করে জানাব।’
আজ সোমবার খুলনা সিটি করপোরেশনে ভোটের শেষ পর্যায়ে লাঙ্গলের প্রার্থী আজকের পত্রিকাকে এসব অভিযোগ করেন।
শফিকুল ইসলাম মধুর অভিযোগ—অনেক জায়গায় জাতীয় পার্টির কর্মীদের বাধা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এর মধ্যে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের শিশুমেলা কেন্দ্র থেকে সকালে লাঙ্গলের এজেন্টকে বের দেওয়া হয়েছে, পরে বিকেলে আবার ঢুকতে দিয়েছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এ প্রার্থী।
এদিকে ভোটের দুদিন আগে লাঙ্গলের প্রার্থী শফিকুল ইসলাম অভিযোগ করেছিলেন—নির্বাচন প্রভাবিত করতে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক কালো টাকা ওড়াচ্ছেন। তাঁর ক্যাডার বাহিনী দিয়ে জাতীয় পার্টির কর্মীদের হামলা করেছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ ছাড়া সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছে। সবখানে আওয়ামী লীগে নিজেদের মধ্যে মারামারি করছে। নির্বাচন কমিশন এসব দেখেও না দেখার ভান করে রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে এবার মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।
এ ছাড়া সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুলনা সিটি করপোরেশনে ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
১৮ মিনিট আগেগণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন রায়হান খান। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা শেষ করে গকসু নির্বাচন কমিশন।
১৮ মিনিট আগেরাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৭ ঘণ্টা আগে