Ajker Patrika

বিএনপিপন্থী ব্যবসায়ীদের দখলে নেওয়া খুলনা নৌপরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগ

খুলনা প্রতিনিধি
খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপে প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসেইন শওকতকে আজ সোমবার সংগঠনটির পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। ছবি: সংগৃহীত
খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপে প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসেইন শওকতকে আজ সোমবার সংগঠনটির পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। ছবি: সংগৃহীত

খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসেইন শওকত আজ সোমবার সংগঠনটির দায়িত্ব নেন। গত ২৯ ডিসেম্বর সাধারণ ব্যবসায়ীদের বের করে দিয়ে সংগঠনটি বিএনপিপন্থী কয়েকজন ব্যবসায়ী দখলে নেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি তাঁকে দায়িত্ব দেওয়া হলেও নানা কারণে হুসেইন শওকতের দায়িত্ব গ্রহণে দেরি হয়। পরে মন্ত্রণালয়ের নির্দেশে সোমবার দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় ব্যবসায়ীরা তাঁকে স্বাগত জানান।

জানা গেছে, ২৯ ডিসেম্বর সাধারণ ব্যবসায়ীদের বের করে দিয়ে সংগঠনটি দখল করেন বিএনপিপন্থী কয়েকজন ব্যবসায়ী। তাঁরা ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেন। তবে ওই কমিটির নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের সুবিধাভোগীরা। কমিটিতে আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের মাধ্যমে বিপুল অঙ্কের টাকার লেনদেন হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়; যার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় সংগঠনটিতে প্রশাসক নিয়োগ করে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান, গত ১১ ফেব্রুয়ারি প্রশাসক নিয়োগের আদেশ হওয়ার পরও অবৈধ কমিটির নেতারা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তাঁরা সমিতির প্যাড ব্যবহার করে পিকনিকের নামে অর্থ আত্মসাতের চেষ্টাসহ সদস্যদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছিলেন। যাঁরা এর বিরোধিতা করছিলেন, তাঁদের প্রতিষ্ঠান ও বাড়িতে বখাটে যুবকদের পাঠিয়ে হয়রানি এবং মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল।

ব্যবসায়ীরা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আইন অনুযায়ী প্রশাসক নিয়োগ হলে সেই সংগঠনের সব কমিটি বিলুপ্ত হয়ে যায়। তাঁদের কোনো কার্যক্রম পরিচালনার এখতিয়ার থাকে না। কিন্তু অবৈধ কমিটি প্রশাসক নিয়োগের পরও তড়িঘড়ি করে আর্থিক খাতগুলোর কর্মকাণ্ড দ্রুত বেগবান করার চেষ্টা করেন।

দায়িত্ব নিয়ে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসেইন শওকত আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত