Ajker Patrika

শিখরকে নিয়েই মনোনয়নপত্র জমা দিলেন সাকিব

মাগুরা প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৭: ৫৮
শিখরকে নিয়েই মনোনয়নপত্র জমা দিলেন সাকিব

মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১টায় মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরকে সঙ্গে নিয়ে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু নাসেরের কাছে মনোনয়নপত্র জমা দেন। 

মাগুরা-২ আসনের নৌকার প্রার্থী বীরেন শিকদারও একই সময়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

সাকিব আল হাসান বলেন, ‘মাগুরাকে সেবা করতে এসেছি। যাঁরা নেতৃবৃন্দ আছেন, তাঁদের সঙ্গে করে নৌকাকে বিজয়ী করব বলে আশা করছি। সকলে সহযোগিতা করবেন।’ 

নির্বাচন কমিশন থেকে আচরণবিধি লঙ্ঘনে কারণ দর্শানোর নোটিশ প্রসঙ্গে সাকিব বলেন, ‘এটি আমি নিয়মতান্ত্রিকভাবে দেখব।’ 
 
সাইফুজ্জামান শিখর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে আমরা জেলা আওয়ামী লীগ সাকিবের সঙ্গে কাজ শুরু করেছি। জেলার প্রতিটি ইউনিট কাজ শুরু করবে। নির্বাচনী আচরণবিধি মেনেই আমরা কার্যক্রম চালাব।’ 

মনোনয়নপত্র জমা দিয়ে মাগুরা-২ আসনের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য বীরেন শিকদার বলেন, ‘এবার বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীকে পঞ্চমবার আসন উপহার দেব। আশা করছি বিপুল ভোটে নির্বাচিত হব।’ 

এদিকে সাকিব আল হাসানের বাড়িতে টানানো নির্বাচনী ব্যানার, নৌকার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে সাকিবের এক আত্মীয় বলেন, নির্বাচনী আচরণবিধি মানার জন্য এসব খুলে ফেলা হয়েছে।

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত