Ajker Patrika

বয়লার বিস্ফোরণে মাথা ও দুই হাত বিচ্ছিন্ন হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২

অভয়নগর (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৪: ৩৭
বয়লার বিস্ফোরণে মাথা ও দুই হাত বিচ্ছিন্ন হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২

যশোরের অভয়নগরে রনি সেমি অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে মাথা ও দুই হাত বিচ্ছিন্ন হয়ে শফিকুল ইসলাম (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মিলের মালিক রনি ও তাঁর ভাই জনি আহত হয়েছেন। 

গতকাল সোমবার রাতে উপজেলার চেঙ্গুটিয়া বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মিলের নিহত শ্রমিক শফিকুল ইসলাম যশোর সদর উপজেলার টালিখোলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি একই উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে শ্বশুর গফ্ফার গোলদারের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন। তাঁর প্রতিবন্ধী স্ত্রী ও এক শিশুকন্যা রয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বিকট শব্দে বয়লারে বিস্ফোরণ ঘটে। এ সময় শফিকুল ইসলাম বয়লারে ভুসি দেওয়ার কাজ করছিলেন। বিস্ফোরণে শফিকুলের মাথা ও দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার সময় মিলের মালিক রনি ও তাঁর ভাই জনি আহত হন। আহত দুই ভাই চেঙ্গুটিয়া গ্রামের মোন্তাজ হোসেনের ছেলে। 

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামিম হাসান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাথা ও হাত বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে বলা যাবে কীভাবে বিস্ফোরণ হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত