খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদায় মিনারুল ইসলাম নামের এক যুবলীগ নেতাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অনুদান দেওয়ার অভিযোগ উঠেছে। ১৪ মে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সি ক্যাটাগরিতে তাঁকে এক লাখ টাকার চেক দেওয়া হয়। তিনি উপজেলার মধুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
এদিকে মিনারুলের চেক প্রাপ্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল জানান, উপজেলা পর্যায়ে আবেদন করলে পুলিশ, জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধি, হাসপাতালসহ বিভিন্নভাবে যাচাই-বাছাই করা হয়।
পরে জেলা কমিটির সভায় আরেক দফা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। মিনারুল নামের ব্যক্তি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। মন্ত্রণালয় থেকে তাঁর আবেদন যাচাই-বাছাই করে গেজেট প্রকাশ করে চেক খুলনায় পাঠিয়েছে। এ জন্য তাঁর আবেদনের বিষয়ে খুলনায় কোনো তথ্য নেই।
এদিকে ঘটনাটি জানাজানির পর আজ রোববার রাতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার।
বিষয়টি নিশ্চিত করে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিগগিরই অনুদান ফেরত নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।’
খুলনার তেরখাদায় মিনারুল ইসলাম নামের এক যুবলীগ নেতাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অনুদান দেওয়ার অভিযোগ উঠেছে। ১৪ মে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সি ক্যাটাগরিতে তাঁকে এক লাখ টাকার চেক দেওয়া হয়। তিনি উপজেলার মধুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
এদিকে মিনারুলের চেক প্রাপ্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল জানান, উপজেলা পর্যায়ে আবেদন করলে পুলিশ, জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধি, হাসপাতালসহ বিভিন্নভাবে যাচাই-বাছাই করা হয়।
পরে জেলা কমিটির সভায় আরেক দফা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। মিনারুল নামের ব্যক্তি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। মন্ত্রণালয় থেকে তাঁর আবেদন যাচাই-বাছাই করে গেজেট প্রকাশ করে চেক খুলনায় পাঠিয়েছে। এ জন্য তাঁর আবেদনের বিষয়ে খুলনায় কোনো তথ্য নেই।
এদিকে ঘটনাটি জানাজানির পর আজ রোববার রাতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার।
বিষয়টি নিশ্চিত করে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিগগিরই অনুদান ফেরত নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
২ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৯ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১০ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৬ মিনিট আগে