Ajker Patrika

ঘুষি মেরে ট্রাফিক পুলিশের নাক ফাটানো সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার

­যশোর প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৩: ৫৩
শাওন ইসলাম সবুজ। ছবি: সংগৃহীত
শাওন ইসলাম সবুজ। ছবি: সংগৃহীত

দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যের নাকে ঘুষি মারা যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম সবুজকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে বহিষ্কার করে ছাত্রদল।

গত রোববার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন ইসলাম সবুজকে তাঁর পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এ ছাড়া বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে বহিষ্কৃত শাওন ইসলাম সবুজের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর আজকের পত্রিকাকে বলেন, ‘সিটি কলেজ ছাত্রদলের সেক্রেটারি শাওন ইসলাম সবুজের বহিষ্কারের চিঠি ফেসবুকে দেখেছি। এ ঘটনায় আমরা বিব্রত। ব্যক্তির দায় তো সংগঠন নেবে না।’ তিনি বলেন, ছাত্রদল সুশৃঙ্খল দল। এই বহিষ্কার থেকে ছাত্রদলের নেতা-কর্মীদের শিক্ষা নিতে হবে। বিশৃঙ্খলা করলে দলে জায়গা নেই।

প্রসঙ্গত, যশোর শহরে ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের পর যশোর সরকারি সিটি কলেজের ছাত্রদল নেতা শাওন ইসলাম সবুজকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। গত শনিবার (১ মার্চ) রাতে শহরের দড়াটানা হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়ে শাওন বর্তমানে কারাগারে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত