দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষক, কর্মচারীরা। সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাজিরা না নিয়ে স্কুল ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষক, কর্মচারীরা নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর উপজেলার আল্লাহর দর্গা এলাকার নিজ বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। সেই শুভেচ্ছার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্কুল ছুটির বিষয়ে কিছুই জানেন না উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খুব কষ্টে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে পেরেছি তখন তিনি এমপি মহোদয়ের ওখানে ছিলেন। তাঁর কাছে স্কুল বন্ধের বিষয়ে জানতে চেয়েছিলাম, তিনি আমাকে বলেছেন, স্কুল বন্ধ হয় নাই, শিক্ষকদের একটা প্রোগ্রাম ছিল এমপি মহোদয়ের সঙ্গে। প্রোগ্রাম শেষ করে আমরা স্কুলে ফিরে যাব।’
তবে দুপুর ২টার দিকে সরেজমিনে স্কুলটিতে গিয়ে শিক্ষকদের ফেরার অপেক্ষায় ঘণ্টাখানেক ছিলেন এ প্রতিবেদক। সেসময় অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলতে দেখা যায়। জাতীয় পতাকাও উত্তোলিত ছিল না। সেখানে উপস্থিত থেকে মোবাইল ফোনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ নিয়ে বিদ্যালয়টির একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। দশম শ্রেণির এক ছাত্র বলে, ‘সকাল ১১টার দিকে আজ স্কুল ছুটি দিয়েছে সারেরা (স্যারেরা), হাজিরাও নেয়নি।’ স্কুল কেন ছুটি দিয়েছে জানতে চাইলে ওই শিক্ষার্থী বলে, এমপির বাড়িতে যাওয়ার জন্য।
প্রতিষ্ঠানটির পাশে এক ফেরিওয়ালার কাছে যানতে চাওয়া হলে তিনিও একই কথা বলেন। তিনি বলেন, ‘রোজ ৪টার সময় বন্ধ হয়, আজ সকালেই বন্ধ করে এমপির বাড়িতে গিছে সারেরা।’
বিদ্যালয় বন্ধ করে এমপিকে শুভেচ্ছা জানাতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রেজাউল করিম। তিনি বলেন, স্কুল কমিটির সভাপতির নির্দেশে বন্ধ করেছেন। স্কুলের উন্নয়নের স্বার্থে তাঁরা এমপিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বলে উল্লেখ করেন প্রধান শিক্ষক।
পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।
কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষক, কর্মচারীরা। সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাজিরা না নিয়ে স্কুল ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষক, কর্মচারীরা নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর উপজেলার আল্লাহর দর্গা এলাকার নিজ বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। সেই শুভেচ্ছার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্কুল ছুটির বিষয়ে কিছুই জানেন না উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খুব কষ্টে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে পেরেছি তখন তিনি এমপি মহোদয়ের ওখানে ছিলেন। তাঁর কাছে স্কুল বন্ধের বিষয়ে জানতে চেয়েছিলাম, তিনি আমাকে বলেছেন, স্কুল বন্ধ হয় নাই, শিক্ষকদের একটা প্রোগ্রাম ছিল এমপি মহোদয়ের সঙ্গে। প্রোগ্রাম শেষ করে আমরা স্কুলে ফিরে যাব।’
তবে দুপুর ২টার দিকে সরেজমিনে স্কুলটিতে গিয়ে শিক্ষকদের ফেরার অপেক্ষায় ঘণ্টাখানেক ছিলেন এ প্রতিবেদক। সেসময় অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলতে দেখা যায়। জাতীয় পতাকাও উত্তোলিত ছিল না। সেখানে উপস্থিত থেকে মোবাইল ফোনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ নিয়ে বিদ্যালয়টির একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। দশম শ্রেণির এক ছাত্র বলে, ‘সকাল ১১টার দিকে আজ স্কুল ছুটি দিয়েছে সারেরা (স্যারেরা), হাজিরাও নেয়নি।’ স্কুল কেন ছুটি দিয়েছে জানতে চাইলে ওই শিক্ষার্থী বলে, এমপির বাড়িতে যাওয়ার জন্য।
প্রতিষ্ঠানটির পাশে এক ফেরিওয়ালার কাছে যানতে চাওয়া হলে তিনিও একই কথা বলেন। তিনি বলেন, ‘রোজ ৪টার সময় বন্ধ হয়, আজ সকালেই বন্ধ করে এমপির বাড়িতে গিছে সারেরা।’
বিদ্যালয় বন্ধ করে এমপিকে শুভেচ্ছা জানাতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রেজাউল করিম। তিনি বলেন, স্কুল কমিটির সভাপতির নির্দেশে বন্ধ করেছেন। স্কুলের উন্নয়নের স্বার্থে তাঁরা এমপিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বলে উল্লেখ করেন প্রধান শিক্ষক।
পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।
কক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৪৪ মিনিট আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
১ ঘণ্টা আগেরংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের এক দিন পর অবৈধ বালু পয়েন্টে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গ্রেপ্তার মনু মিয়া (২৮) উপজেলার সিটপাইকন এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
২ ঘণ্টা আগেযশোরের শার্শা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল হামিদ (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজারে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নুর ইসলাম (৫৫) নামের আরেকজন আহত হন।
২ ঘণ্টা আগে