হালনাগাদ অনুমোদন, অ্যানেসথেসিয়া ও প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকা কিছুই নেই মনিরামপুরের মনোয়ারা ক্লিনিকের। অপারেশনের জন্য চিকিৎসকও নেই তাঁদের। আছে শুধু কয়েকটি বেড আর কয়েকজন স্টাফ। এই দিয়েই ক্লিনিক চালিয়ে যাচ্ছিলেন মালিক আব্দুল হাই।
অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হলেও সিজারের রোগী এলে নিজেই চিকিৎসক সাজেন আব্দুল হাই। করেন অপারেশনও। ১০ বেডের পুরোনো অনুমোদন থাকলেও ভেতরে বেড বসিয়েছেন ১৮টি। এভাবেই যশোরের মনিরামপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে দোতলা একটি ভবন ভাড়া নিয়ে দীর্ঘদিন মনোয়ারা ক্লিনিক চালাচ্ছেন আব্দুল হাই।
মঙ্গলবার দুপুরে মুমূর্ষু এক সিজারের রোগী আসে তাঁর ক্লিনিকে। তখন আব্দুল হাই নিজেই অপারেশন থিয়েটারে রোগীর সিজার করেন। ঠিক ওই মুহূর্তে খবর পেয়ে ক্লিনিকে হাজির হন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। হাতেনাতে ধরে ফেলেন আব্দুল হাইকে। এ সময় অপারেশন থিয়েটার সিলগালা করেন তিনি।
বেডে অপারেশনের রোগী থাকায় ক্লিনিক খোলা রাখার জন্য সাত দিনের সময় দেন সিভিল সার্জন। সপ্তাহ পার হলে মনিরামপুর হাসপাতালের টিএইচও এবং আবাসিক মেডিকেল অফিসারকে ক্লিনিক সিলগালা করার নির্দেশনা দেন তিনি।
অভিযানে অংশ নেওয়া মনিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ বসু এসব তথ্য নিশ্চিত করেছেন। এ সময় মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা দেবনাথ, সিভিল সার্জন অফিসের চিকিৎসক রেহেনেওয়াজ, প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
ডা. অনুপ বলেন, মনোয়ারা ক্লিনিকে অ্যানেসথেসিয়া নেই। সার্বক্ষণিক ভর্তি রোগী দেখভালের জন্য কোনো চিকিৎসক নেই। প্রশিক্ষণপ্রাপ্ত নার্সও নেই। পুরোনো কাগজপত্র দিয়ে ক্লিনিক চালানো হচ্ছিল। তা ছাড়া মালিক আব্দুল হাই এমবিবিএস ডাক্তার না হয়েও নিজে অপারেশন করেন।
ডা. বসু বলেন, রোকনুজ্জামান নামে একজনকে নিয়োগপ্রাপ্ত চিকিৎসক দেখানো হলেও সেই সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি ক্লিনিকের মালিক। নিজের স্ত্রী মনোয়ারা বেগমকে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকা দাবি করেছেন। তাঁরও কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি।
ডা. অনুপ বলেন, এসব কারণে মনোয়ারা ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে। ভর্তি রোগী সরানোর জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছে। এরপর ক্লিনিক সিলগালা করা হবে।
তবে ক্লিনিক মালিক আব্দুল হাই বলেন, অ্যানেসথেসিয়া বাইরে ছিলেন। এ সময় সিভিল সার্জন অভিযান চালান। তিনি ছয় দিনের জন্য ওটি বন্ধ রাখতে বলেছেন।
এর আগে মনোয়ারা ক্লিনিকে সিজারের পর এক রোগীর মৃত্যুর ঘটনায় জেল খেটেছেন মালিক আব্দুল হাই। তখনো তিনি নিজেই ওই রোগীর অপারেশন করেছিলেন বলে অভিযোগ উঠেছিল।
হালনাগাদ অনুমোদন, অ্যানেসথেসিয়া ও প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকা কিছুই নেই মনিরামপুরের মনোয়ারা ক্লিনিকের। অপারেশনের জন্য চিকিৎসকও নেই তাঁদের। আছে শুধু কয়েকটি বেড আর কয়েকজন স্টাফ। এই দিয়েই ক্লিনিক চালিয়ে যাচ্ছিলেন মালিক আব্দুল হাই।
অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হলেও সিজারের রোগী এলে নিজেই চিকিৎসক সাজেন আব্দুল হাই। করেন অপারেশনও। ১০ বেডের পুরোনো অনুমোদন থাকলেও ভেতরে বেড বসিয়েছেন ১৮টি। এভাবেই যশোরের মনিরামপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে দোতলা একটি ভবন ভাড়া নিয়ে দীর্ঘদিন মনোয়ারা ক্লিনিক চালাচ্ছেন আব্দুল হাই।
মঙ্গলবার দুপুরে মুমূর্ষু এক সিজারের রোগী আসে তাঁর ক্লিনিকে। তখন আব্দুল হাই নিজেই অপারেশন থিয়েটারে রোগীর সিজার করেন। ঠিক ওই মুহূর্তে খবর পেয়ে ক্লিনিকে হাজির হন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। হাতেনাতে ধরে ফেলেন আব্দুল হাইকে। এ সময় অপারেশন থিয়েটার সিলগালা করেন তিনি।
বেডে অপারেশনের রোগী থাকায় ক্লিনিক খোলা রাখার জন্য সাত দিনের সময় দেন সিভিল সার্জন। সপ্তাহ পার হলে মনিরামপুর হাসপাতালের টিএইচও এবং আবাসিক মেডিকেল অফিসারকে ক্লিনিক সিলগালা করার নির্দেশনা দেন তিনি।
অভিযানে অংশ নেওয়া মনিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ বসু এসব তথ্য নিশ্চিত করেছেন। এ সময় মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা দেবনাথ, সিভিল সার্জন অফিসের চিকিৎসক রেহেনেওয়াজ, প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
ডা. অনুপ বলেন, মনোয়ারা ক্লিনিকে অ্যানেসথেসিয়া নেই। সার্বক্ষণিক ভর্তি রোগী দেখভালের জন্য কোনো চিকিৎসক নেই। প্রশিক্ষণপ্রাপ্ত নার্সও নেই। পুরোনো কাগজপত্র দিয়ে ক্লিনিক চালানো হচ্ছিল। তা ছাড়া মালিক আব্দুল হাই এমবিবিএস ডাক্তার না হয়েও নিজে অপারেশন করেন।
ডা. বসু বলেন, রোকনুজ্জামান নামে একজনকে নিয়োগপ্রাপ্ত চিকিৎসক দেখানো হলেও সেই সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি ক্লিনিকের মালিক। নিজের স্ত্রী মনোয়ারা বেগমকে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকা দাবি করেছেন। তাঁরও কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি।
ডা. অনুপ বলেন, এসব কারণে মনোয়ারা ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে। ভর্তি রোগী সরানোর জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছে। এরপর ক্লিনিক সিলগালা করা হবে।
তবে ক্লিনিক মালিক আব্দুল হাই বলেন, অ্যানেসথেসিয়া বাইরে ছিলেন। এ সময় সিভিল সার্জন অভিযান চালান। তিনি ছয় দিনের জন্য ওটি বন্ধ রাখতে বলেছেন।
এর আগে মনোয়ারা ক্লিনিকে সিজারের পর এক রোগীর মৃত্যুর ঘটনায় জেল খেটেছেন মালিক আব্দুল হাই। তখনো তিনি নিজেই ওই রোগীর অপারেশন করেছিলেন বলে অভিযোগ উঠেছিল।
রাজধানীর বনশ্রীতে তেলের লরির চাপায় ইমন আলী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগষ্ট) বেলা পৌনে ২টার দিকে বনশ্রীর ফরাজি হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৭ মিনিট আগেঘোষণায় বলা হয়, ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ থেকে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল-সাদী ভূঁইয়াকে। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পেয়েছেন জাহিদ আহমেদ।
৩১ মিনিট আগেবাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির আয়োজনে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মহাসড়কটির দুটি স্থানে ট্রাক দাঁড় করিয়ে অবরোধ কর্মসূচি শুরু করে ১টা পর্যন্ত বন্ধ রাখে কয়েক হাজার মানুষ। কর্মসূচির অংশ হিসেবে আগামী রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করবে বল
৩৯ মিনিট আগেপ্রথমে তাঁরা ঢাকার হাতিরঝিল ঘোরেন। গভীর রাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় আসেন। সেখানে রাতের খাবার খেয়ে ও ঘোরাঘুরি শেষে সকালে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে চালক প্রাইভেট কার থামিয়ে একটি ফিলিং স্টেশনে যান। এ সময় চালককে ফাঁকি দিয়ে গাড়ি নিয়ে ছোটেন আরোহীরা। পরে ষোলঘর যাত্রীছাউন
১ ঘণ্টা আগে