Ajker Patrika

ফকিরহাটে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ মামলা আসামি গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১০: ৫১
ফকিরহাটে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ মামলা আসামি গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ মামলার আসামি মো. হাবিল শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফরিদপুরের আলমডাঙ্গা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাঁকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান। হাবিল শেখ ফকিরহাট উপজেলার দেয়াপাড়া গ্রামের আদম শেখের ছেলে। 

র‍্যাব-৬ জানায়, হাবিল শেখ নবম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসাছাত্রীকে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে নানা ধরনের কুপ্রস্তাব দিতেন। তাঁর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ১২ ডিসেম্বর আনুমানিক রাত ২টার দিকে ভুক্তভোগীর ঘরের বেড়া ভেঙে প্রবেশ করেন। এ সময় হাবিল লোহার রড দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে তাঁর বাবা-মা চলে এলে হাবিল শেখ লোহার রড দিয়ে ভুক্তভোগীর মায়ের হাতে আঘাত করে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে র‍্যাব-৬ ধর্ষণ মামলার আসামি হাবিলকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত