Ajker Patrika

ফকিরহাটে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ মামলা আসামি গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১০: ৫১
ফকিরহাটে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ মামলা আসামি গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ মামলার আসামি মো. হাবিল শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফরিদপুরের আলমডাঙ্গা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাঁকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান। হাবিল শেখ ফকিরহাট উপজেলার দেয়াপাড়া গ্রামের আদম শেখের ছেলে। 

র‍্যাব-৬ জানায়, হাবিল শেখ নবম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসাছাত্রীকে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে নানা ধরনের কুপ্রস্তাব দিতেন। তাঁর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ১২ ডিসেম্বর আনুমানিক রাত ২টার দিকে ভুক্তভোগীর ঘরের বেড়া ভেঙে প্রবেশ করেন। এ সময় হাবিল লোহার রড দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে তাঁর বাবা-মা চলে এলে হাবিল শেখ লোহার রড দিয়ে ভুক্তভোগীর মায়ের হাতে আঘাত করে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে র‍্যাব-৬ ধর্ষণ মামলার আসামি হাবিলকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত