Ajker Patrika

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধু নিহত 

আপডেট : ১২ মার্চ ২০২২, ০৮: ৫৩
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধু নিহত 

যশোরের মনিরামপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর একজন। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে খেদাপাড়া-বাঁকড়া সড়কের বসন্তপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা তিনজনই এক মোটরসাইকেলের আরোহী ছিলেন।

নিহতেরা হলেন, উপজেলার কিসমত চাকলা গ্রামের এরশাদ আলীর ছেলে শাওন হোসেন (২০) ও একই গ্রামের কাসেম গাজীর ছেলে ইমরান হোসেন (২০)।

দুর্ঘটনায় আহত যুবকের নাম আসিফ হোসেন (২০)। তিনি ডুমুরখালি গ্রামের আব্দুল আলিমের ছেলে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
নিহত দুই যুবক এবার এইচএসসি পাশ করেছেন বলে স্বজনেরা জানিয়েছেন।

খেদাপাড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) ছদরুল আলম বলেন, ‘হতাহতেরা তিনজনে মিলে এক মোটরসাইকেলে চড়ে খেদাপাড়া বাজার এলাকা হতে বাঁকড়া সড়ক ধরে যাচ্ছিলেন। পথিমধ্যে বসন্তপুরে নব নন্দীর বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শাওন ও ইমরান মারা যান। আহত আসিফকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এএসআই ছদরুল বলেন, ‘শাওন, ইমরান, আসিফ, নয়ন ও রনি পাঁচ বন্ধু। খেদাপাড়া এলাকায় তরিকুল নামে আসিফের এক আত্মীয় আছেন। শুক্রবার রাতে পাঁচ বন্ধু তরিকুলের বাড়ি থেকে দাওয়াত খেয়ে খেদাপাড়া-বাঁকড়া সড়ক হয়ে ফিরছিলেন। পাঁচ বন্ধুর মধ্যে এক মোটরসাইকেলে নয়ন ও রনি ছিলেন। তাঁরা আগে যাচ্ছিলেন। পেছনের মোটরসাইকেলে ছিলেন শাওন, ইমরান ও আসিফ। পেছনের মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে হতাহতের ঘটনা ঘটে।’

এদিকে এ খবর লেখা পর্যন্ত নিহতদের মরদেহ ঘটনাস্থলে পড়ে ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত