Ajker Patrika

কুষ্টিয়ায় প্রেমঘটিত বিরোধে একজনকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৮: ৫৭
কুষ্টিয়ায় প্রেমঘটিত বিরোধে একজনকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় প্রেমঘটিত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার মজমপুর এলাকার পারভেজ হোসাইন ওরফে সৌরভ (৩২), খন্দকার মিহিরুজ্জামান মিহির (৩০) ও সাজ্জাদুল বারী ওরফে সবুজ।

কুষ্টিয়া জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দি বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়ায় প্রেম-সংক্রান্ত বিরোধ ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ২০১২ সালের ২৬ জানুয়ারিতে রাতে মোস্তাফিজুর রহমান কর্নেলকে কুপিয়ে হত্যা করে তাঁর বন্ধুরা। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশ হাতেনাতে একজনকে গ্রেপ্তার করে। পরে এ ঘটনায় নিহতের ভাই আসাদুর রহমান বাবু অভিযুক্তদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম আসামিদের বিরুদ্ধে ২০১২ সালের ৬ জুন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে আজ এই রায় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত