মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে হেফজখানার খাদেম ছৈরুদ্দীন হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল্লাহ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন উপজেলার সাহেবনগর দক্ষিণপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ইমাদুল হক (৫৮) ও একই গ্রামের শুকুর আলীর ছেলে খোকন আলী (৪৩)।
মামলার বিবরণে জানা গেছে, ছৈরুদ্দিন সাহেবনগর দক্ষিণপাড়ার কবরস্থান হেফজখানা ও ঈদগাহ মাঠের খাদেম ছিলেন। কিন্তু এ জন্য তিনি কমিটির কাছ থেকে কোনো টাকাপয়সা নিতেন না। কোনো বিষয় নিয়ে আসামি ইমাদুল ও শুকুর আলীর সঙ্গে তাঁর বিরোধ বাধে। ২০২০ সালের ২ সেপ্টেম্বর সকালে ছৈইরুদ্দিন শিক্ষার্থী পলাশকে নিয়ে হেফজখানার ছাগলের জন্য কাঁঠালপাতা আনতে বের হন। কবরস্থানের জঙ্গলে গেলে সেখানে ওত পেতে থাকা দুই আসামি ধারালো অস্ত্র দিয়ে ছৈইরুদ্দিনকে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় পরদিন নিহতের ছেলে আখের আলী বাদী হয়ে ওই দুজনকে আসামি করে গাংনী থানায় মামলা করেন। মামলা তদন্তের দায়িত্ব পান গাংনী থানার তৎকালীন পরিদর্শক (ওসি) সাজেদুল ইসলাম। পরে মামলার তদন্তভার পড়ে কুষ্টিয়া পিবিআইয়ের এসআই শরিফুল ইসলামের ওপর। দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি। এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন দুই আসামি। ২৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আতাউল হক ও অ্যাডভোকেট কামরুল হাসান। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে রায়ে সংক্ষুব্ধ আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালত যাওয়ার কথা বলেছেন।
মেহেরপুরের গাংনীতে হেফজখানার খাদেম ছৈরুদ্দীন হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল্লাহ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন উপজেলার সাহেবনগর দক্ষিণপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ইমাদুল হক (৫৮) ও একই গ্রামের শুকুর আলীর ছেলে খোকন আলী (৪৩)।
মামলার বিবরণে জানা গেছে, ছৈরুদ্দিন সাহেবনগর দক্ষিণপাড়ার কবরস্থান হেফজখানা ও ঈদগাহ মাঠের খাদেম ছিলেন। কিন্তু এ জন্য তিনি কমিটির কাছ থেকে কোনো টাকাপয়সা নিতেন না। কোনো বিষয় নিয়ে আসামি ইমাদুল ও শুকুর আলীর সঙ্গে তাঁর বিরোধ বাধে। ২০২০ সালের ২ সেপ্টেম্বর সকালে ছৈইরুদ্দিন শিক্ষার্থী পলাশকে নিয়ে হেফজখানার ছাগলের জন্য কাঁঠালপাতা আনতে বের হন। কবরস্থানের জঙ্গলে গেলে সেখানে ওত পেতে থাকা দুই আসামি ধারালো অস্ত্র দিয়ে ছৈইরুদ্দিনকে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় পরদিন নিহতের ছেলে আখের আলী বাদী হয়ে ওই দুজনকে আসামি করে গাংনী থানায় মামলা করেন। মামলা তদন্তের দায়িত্ব পান গাংনী থানার তৎকালীন পরিদর্শক (ওসি) সাজেদুল ইসলাম। পরে মামলার তদন্তভার পড়ে কুষ্টিয়া পিবিআইয়ের এসআই শরিফুল ইসলামের ওপর। দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি। এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন দুই আসামি। ২৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আতাউল হক ও অ্যাডভোকেট কামরুল হাসান। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে রায়ে সংক্ষুব্ধ আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালত যাওয়ার কথা বলেছেন।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগর, বড় সরদারবাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১৪ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে