Ajker Patrika

শিক্ষককে মারপিট করা ট্রেনের পরিচালক বরখাস্ত

যশোর প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৪৪
শিক্ষককে মারপিট করা ট্রেনের পরিচালক বরখাস্ত

যশোরের অভয়নগরের নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে শিক্ষিকা ও ছাত্রীকে মারপিট করা ট্রেনের সেই পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্রধান স্টেশন মাস্টার মাসুদ রানা।

স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, এক শিক্ষিকার লিখিত অভিযোগের ভিত্তিতে রেলওয়ে বিভাগীয় দপ্তর পাকশি আব্দুল্লাহ আল মামুন নামে ট্রেনের এক পরিচালককে (গার্ড) সাময়িক বরখাস্ত করেছে। এ ছাড়া ট্রেনের সব দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দিয়েছে। ওই দিনের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে যশোরের ঝিকরগাছায় স্কাউটের পুষ্পক্যাম্প অনুষ্ঠানে অংশ নিতে দুই ছাত্রীসহ এক শিক্ষিকা নওয়াপাড়া রেলওয়ে স্টেশন যান। সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় তিনি দুই ছাত্রীকে নিয়ে ট্রেনের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বগিতে (গার্ডরুম) ওঠার চেষ্টা করেন। ট্রেনের পরিচালক তাদের উঠতে না দিয়ে প্রথমে শিক্ষিকার মুখে লাথি মারেন। পরে প্রতিবাদকারী এক ছাত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। ঘটনার পর আহত শিক্ষিকা নওয়াপাড়া রেলওয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত ও ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত