Ajker Patrika

ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৩, ১৩: ১৩
ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

যশোরের অভয়নগরে মাদ্রাসাছাত্রকে (১৪) ধর্ষণের অভিযোগে হাফেজ মো. সাইফুল্লাহ ওরফে সাইফুল্লাহ হুজুর (২৮) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৬ মে) রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক এবং জেলার বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামের নূর ইসলামের ছেলে। 

ওই মাদ্রাসাছাত্র আজকের পত্রিকাতে জানায়, গত বুধবার (২৪ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নিজের রুমে ডেকে এনে সাইফুল্লাহ হুজুর তাকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে কালো জাদুর মাধ্যমে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছেন সাইফুল্লাহ। পরদিন ২৫ মে অসুস্থ অবস্থায় সে বাড়ি ফিরে আসে।

ওই ছাত্রের বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর গতকাল বিকেলে ছেলেকে সঙ্গে নিয়ে সাইফুল্লাহ হুজুরের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেছি এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি।’ 

তবে হাফেজ মো. সাইফুল্লাহ এসব অভিযোগ সত্য নয় বলে দাবি করে বলেন, ‘ওই ছাত্রকে একটু মারধর করেছিলাম।’ 

এ নিয়ে অভয়নগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদি মাসুদ বলেন, ‘মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষক মো. সাইফুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত