Ajker Patrika

শিক্ষক পরিচয়ে ভ্যান চুরি

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৭: ৪৮
শিক্ষক পরিচয়ে ভ্যান চুরি

মনিরামপুরে শিক্ষক পরিচয়ে ভ্যান চুরির ঘটনার ২৪ ঘণ্টা পরে সিসি ক্যামেরার মাধ্যমে তাঁর ছবি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ছবি উদ্ধার করা হয়। এর আগে গতকাল বুধবার বেলা ১২টার দিকে এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার খোঁজালীপুর গ্রামের লিটন হোসেন ও তাঁর ছেলে গোলাম রসুল একটি ইঞ্জিনচালিত ভ্যান চালান। গতকাল গোলাম রসুল ভ্যান নিয়ে বের হয়। এ সময় বেলা সাড়ে ১১টার দিকে সোহরাবমোড় থেকে একজন যাত্রী ভ্যানে ওঠেন। ওই যাত্রী বাকোশপোল স্কুলের শিক্ষক বলে নিজের পরিচয় দেন এবং মনিরামপুর বাজারের রোকেয়া ক্লিনিকে যাবেন বলে জানান। কিছুক্ষণ পর একজন লোক ভ্যানের পেছনে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন বলে লক্ষ্য করে গোলাম রসুল। কিন্তু ১২টায় দিকে মোটরসাইকেলটি ওই ক্লিনিকের আগেই থেমে যায়। 

পরবর্তীতে গোলাম রসুল তাঁর ভ্যানের যাত্রীকে নিয়ে ক্লিনিকের সামনে গেলে তাঁর হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে মোটরসাইকেলের লোকটিকে দিয়ে আসতে বলেন। এ সময় রসুল ওই লোকটিকে দিতে গেলে তাঁকে পাননি। পরে ফেরত এসে দেখেন তাঁর ভ্যান ও ওই যাত্রী নেই। 

এ বিষয়ে লিটন হোসেন বলেন, গতকাল রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে ভ্যানের সন্ধান পাইনি। আজ সকালে একজনের পরামর্শে বাজারের শিশুতলা মোড়ের সোনালি করপোরেশনের সিসি ক্যামেরা দেখে ওই যাত্রীর ছবি উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ বিকেলে মনিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। 

মনিরামপুর থানার ডিউটি অফিসার এএসআই মিরা খাতুন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত