কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ী গ্রামের একটি পুকুর থেকে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। গত ৫ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহত ব্যক্তির নাম আসাদুল (৫০)। তিনি মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে। তিনি ছিট কাপড়ের ব্যবসা করতেন।
গত ৫ আগস্ট রাতে প্রতিপক্ষ ধাওয়া দেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি মাঠে ধান লাগিয়ে পুকুর পাড় দিয়ে আসার সময় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেই। সেখানে ছুটে যান আসাদুলের পরিবারের সদস্যরা। তাঁর পরিহিত গেঞ্জি দেখে তাঁরা আসাদুলের মরদেহ বলে শনাক্ত করেন।
স্বামীকে হত্যা করা হয়েছে দাবি করে নিহতের স্ত্রী মোছা. মাসুরা খাতুন বলেন, ‘গ্রামের মৃত মোফাজ্জেল হোসেন ভাদুর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে সামাজিক দ্বন্দ্ব চলে আসছিল। তারই জেরে গত ৫ আগস্ট সন্ধ্যার পর তার পরিবারের লোকজনসহ ২০–৩০ জন অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সে সময় আমার স্বামী প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারী তাঁকে ধাওয়া করেন। এরপর থেকেই নিখোঁজ হন তিনি।’
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে স্থানীয় পাটিকাবাড়ী ক্যাম্প পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সামাজিক দ্বন্দ্বে গত ৫ আগস্ট প্রতিপক্ষের ধাওয়া করার পর থেকে সে নিখোঁজ ছিল।’
কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ী গ্রামের একটি পুকুর থেকে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। গত ৫ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহত ব্যক্তির নাম আসাদুল (৫০)। তিনি মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে। তিনি ছিট কাপড়ের ব্যবসা করতেন।
গত ৫ আগস্ট রাতে প্রতিপক্ষ ধাওয়া দেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি মাঠে ধান লাগিয়ে পুকুর পাড় দিয়ে আসার সময় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেই। সেখানে ছুটে যান আসাদুলের পরিবারের সদস্যরা। তাঁর পরিহিত গেঞ্জি দেখে তাঁরা আসাদুলের মরদেহ বলে শনাক্ত করেন।
স্বামীকে হত্যা করা হয়েছে দাবি করে নিহতের স্ত্রী মোছা. মাসুরা খাতুন বলেন, ‘গ্রামের মৃত মোফাজ্জেল হোসেন ভাদুর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে সামাজিক দ্বন্দ্ব চলে আসছিল। তারই জেরে গত ৫ আগস্ট সন্ধ্যার পর তার পরিবারের লোকজনসহ ২০–৩০ জন অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সে সময় আমার স্বামী প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারী তাঁকে ধাওয়া করেন। এরপর থেকেই নিখোঁজ হন তিনি।’
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে স্থানীয় পাটিকাবাড়ী ক্যাম্প পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সামাজিক দ্বন্দ্বে গত ৫ আগস্ট প্রতিপক্ষের ধাওয়া করার পর থেকে সে নিখোঁজ ছিল।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। একটা ঘটনার মধ্য দিয়ে তারা পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়
৫ মিনিট আগেবগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেখাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
৩৬ মিনিট আগেবাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) নতুন কার্যনির্বাহী (২০২৬-২৭) কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক (অনলাইন) সাহানোয়ার সাইদ শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের সিনিয়র নিউজরুম এডিটর আবু খালিদ।
৪০ মিনিট আগে