Ajker Patrika

যশোরে যুবলীগের কর্মীকে গুলি করে হত্যা

যশোর প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২৪, ১১: ৪০
যশোরে যুবলীগের কর্মীকে গুলি করে হত্যা

যশোরে দুর্বৃত্তদের গুলিতে মোহম্মদ আলী (৩০) নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে জেলা সদরের বাহাদুরপুর এলাকার তেঁতুলতলায় তিনি হামলার শিকার হন। গুলিবিদ্ধ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও যুবলীগের নেতা হুমায়ুন কবীর তুহিন বলেন, গত বুধবার অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর নির্বাচনী কর্মী ছিলেন মোহম্মদ আলী। তাঁর বিজয়ে গতকাল বৃহস্পতিবার রাতে উপশহরের ই-ব্লকে প্রীতিভোজের আয়োজন করা হয়। ওই আয়োজন সেরে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা দুর্বৃত্তদের গুলিতে আলী জখম হন। 

নিহতের বাবা মবজেল হোসেন বলেন, পাশের কিসমত নওয়াপাড়ার সাবেক চরমপন্থী ও বর্তমানে বিএনপির কর্মী নবাব তাঁর ছেলেকে গুলি করে হত্যা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সুজায়েত বলেন, হাসপাতালে আসার আগেই আলীর মৃত্যু হয়েছে। তাঁর মাথায় দুটি ও পায়ে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন এবং র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়দের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হত্যাকাণ্ডের নেপথ্যে নির্বাচনসংক্রান্ত কোনো বিষয় আছে কি না, তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামি আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত