Ajker Patrika

নড়াইলে অবৈধ ৯ ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ 

নড়াইল প্রতিনিধি
নড়াইলে অবৈধ ৯ ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ 

নড়াইলের কালিয়া উপজেলার নয়টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পাঁচটি ইটভাটা গুঁড়িয়ে মালিকদের থেকে ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার পাটকেল বাড়ি ও কাঞ্চনপুর এলাকায় এ অভিযান চালানো হয়। পরে রাতে বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল মালেক মিয়া। 

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, কালিয়া উপজেলার পাটকেল বাড়ি ও কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটার ড্রাম চিমনি ভেঙে ফেলা হয়। এছাড়া কাঁচা ইট ট্রাক্টরের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সব ভাটা মালিকদের কাছ থেকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। 

এদিকে চারটি জিগজ্যাগ পদ্ধতির ইটভাটায় স্থাপিত অবৈধ করাতকল ভেঙে দেওয়া হয়। এসব ভাটা মালিকদেরকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমে। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল মালেক মিয়াসহ পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত