Ajker Patrika

কুয়েটে সংঘর্ষ: অজ্ঞাতপরিচয় ৫০০ জনকে আসামি করে প্রশাসনের মামলা

খুলনা প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ০৬
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (লিগ্যাল) মো. সাইফুর রহমান বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নগরীর খানজাহান আলী থানায় মামলাটি করেন।

কুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে উপাচার্য শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা এবং যেকোনো অন্যায়ের বিচার করার প্রতিশ্রুতি দেন। কোনোরূপ কালক্ষেপণ না করে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে উপাচার্য দ্রুত সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

এ ছাড়া ছাত্রদের দাবি বাস্তবায়নের জন্য উপাচার্য সব ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, সব পরিচালক, প্রভোস্টদের নিয়ে গতকাল বুধবার বিকেলে সভা আহ্বান করেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হওয়ার আগেই বহিরাগত কিছু সন্ত্রাসী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে উপাচার্য, উপ-উপাচার্যসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে হাজির হয়ে বহিরাগত সন্ত্রাসীদের থামানোর চেষ্টা করেন।

এ ঘটনায় কয়েকজন শিক্ষক, উপাচার্য, বহু শিক্ষার্থীসহ কর্মচারী আহত হয়ে কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি হন। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের সব দাবি দ্রুত সময়ের মধ্যে পূরণের আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত