Ajker Patrika

মনিরামপুরে ১৬টি ইউনিয়নে ৯২০ প্রার্থীর মনোনয়নপত্র জমা 

মনিরামপুরে ১৬টি ইউনিয়নে ৯২০ প্রার্থীর মনোনয়নপত্র জমা 

যশোরের মনিরামপুর উপজেলায় তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের জন্য ১৬টি ইউনিয়নে ৯২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে বিকেল পর্যন্ত তারা মনোনয়নপত্র জমা দেন। 

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে উপজেলার ১৬টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি)। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে চেয়ারম্যানপদে ৯৪ জন, সংরক্ষিত নারী সদস্যপদে ১৮৩ জন ও সাধারণ সদস্যপদে রয়েছেন ৬৪৩ জন। 

প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আপন দুই ভাই। তাঁরা হলেন, মনোহরপুর ইউপির সাবেক চেয়ারম্যান বিএম মোস্তফা মুহিতুজ্জামান ও তাঁর ভাই ওয়াহিদুজ্জামান। মঙ্গলবার মনোহরপুর ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিকেলে দায়িত্বপ্রাপ্ত ৮ জন রিটার্নিং কর্মকর্তার অফিস ঘুরে জানা যায়, রোহিতা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন মনোনয়ন জমা দিয়েছেন। 

এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, হাফিজ উদ্দিন, আবু আনছার সদ্দার, মিজানুর রহমান, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আতিয়ার রহমান ও হাফিজুর রহমান। 

কাশিমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, তৌহিদুর রহমান, আশরাফুল আলম মিন্টু, মিজানুর রহমান, ইয়াকুব আলী ও খোরশেদ আলম। 
 
ভোজগাতী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, নারী সদস্য পদে ১১ জন ও মেম্বর পদে ৩৫ জন মনোনয়ন জমা দিয়েছেন। এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, শহিদুল ইসলাম, মো. আসাদুজ্জামান, আসমাতুন্নাহার, আব্দুর রাজ্জাক, শরিফুল ইসলাম ও আসাদউজ্জামান। 

ঢাকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, নারী সদস্য পদে ১২ জন ও সদস্য পদে ৩৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আব্দুল গনি সরদার, আইয়ুব আলী গাজী, এরশাদ আলী সরদার, হাফিজুর রহমান ও মোশাররফ হোসেন। 

হরিদাসকাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, নারী সদস্য পদে ১২ ও সদস্য পদে ৪০ জন মনোনয়ন জমা দিয়েছেন। এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বিপদ ভঞ্জন পাড়ে, আলমগীর কবির লিটন, নিছার আলী, নবিরুজ্জামান, দীনবন্ধু রায়, প্রজ্ঞান সরকার ও স্বপন সরকার। 

মনিরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, নারী সদস্য পদে ১১ জন ও সদস্য পদে ৩৬ জন মনোনয়ন জমা দিয়েছেন। এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ইয়াকুব আলী, নিস্তার ফারুক, আহসান হাবীব, মনিরুজ্জামান মিল্টন ও সাহেব আলী। 

খেদাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, নারী সদস্য পদে ১০ জন ও সদস্য পদে ৪৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মিজানুর রহমান, শামসুজ্জামান শান্ত, মাহবুবুর রহমান, আজিবর রহমান, শহিদুল ইসলাম, আব্দুল আলীম জিন্নাহ ও আব্দুল হক। 

ঝাঁপা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, নারী সদস্য পদে ৮ জন ও মেম্বর পদে ৩৮ জন মনোনয়ন জমা দিয়েছেন। এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, শামছুল হক মন্টু, সিরাজুল ইসলাম, রুহুল কুদ্দুস, আবুল বাশার, আলাউদ্দিন ও হুমায়ুন কবির। 

মশ্মিমনগরে চেয়ারম্যান পদে ৫ জন, নারী সদস্য পদে ১১ জন ও সদস্য পদে ৪৬ জন প্রার্থী হয়েছেন। এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ইউনুস আলী গাজী, ইয়ামিন হোসেন, আবুল হোসেন, মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর ও আবদুল গফুর। 

চালুয়াহাটিতে চেয়ারম্যান পদে ৫ জন, নারী সদস্য পদে ১৬ জন ও সদস্য পদে ৪১ জন মনোনয়ন জমা দিয়েছেন। এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বজলুর রহমান, আবদুল হামিদ গাজী, আবুল ইসলাম, রবিউল ইসলাম ও মেহেদী হাসান। 

শ্যামকুড়ে চেয়ারম্যান পদে ৫ জন, নারী সদস্য পদে ১৩ জন ও সদস্য পদে ৫৯ জন প্রার্থী হয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আলমগীর হোসেন, মনিরুজ্জামান মনি, আনসার আলী, জিএম হাফিজুর রহমান ও মনিরুজ্জামান। 

খানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, নারী সদস্য পদে ১০ জন ও সদস্য পদে ৪৫ জন মনোনয়ন জমা দিয়েছেন। এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আবদুল মান্নান, মাহবুবুর রহমান, রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম, মুজিবুর রহমান, আবুল কালাম আজাদ ও লাভলু আক্তার। 

দূর্বাডাঙায় চেয়ারম্যান পদে ৬ জন, নারী সদস্য পদে ১২ জন ও মেম্বর পদে ৩৫ জন মনোনয়ন জমা দিয়েছেন। এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নজরুল ইসলাম, আলতাফ হোসেন, আতাউর রহমান সাইফুল, মাসুদ পারভেজ, মাজহারুল আনোয়ার ও মিজানুর রহমান। 

কুলটিয়ায় চেয়ারম্যানপদে ৭ জন, নারী সদস্যপদে ১৫ জন ও মেম্বরপদে ৩৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আদিত্য মন্ডল, তৌহিদ মিজানুর রহমান, প্রভাস ঘোষ, নাজমুল হক, শেখর চন্দ্র রায়, মনোহর মন্ডল ও জাহিদ হাসান সানি। 

নেহালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, নারী সদস্য পদে ১১ জন ও মেম্বর পদে ৩৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মনোয়ার হোসেন, আনিসুল ইসলাম, ফারুক হুসাইন ও নজমুস সাদাত। 

মনোহরপুর ইউনিয়নে চেয়ারম্যানপদে ৬ জন, নারী সদস্যপদে ৯ জন ও সদস্য পদে ২৬ জন মনোনয়ন জমা দিয়েছেন। এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মশিউর রহমান, বিএম মোস্তফা মহিতুজ্জামান, ওয়াহিদুজ্জামান, সিরাজুল ইসলাম সরদার, আকতার ফারুক মিন্টু ও দিপালী রানী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত