Ajker Patrika

অপহরণের ৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৬: ২৬
অপহরণের ৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

পাইকগাছায় অপহরণের সাত দিন পর দশম শ্রেণির স্কুলছাত্রীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপহরণকারী সুব্রত দেবনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাদৎ মোল্যা জানিয়েছেন, গত রোববার অপহরণে সহায়তা করার অভিযোগে যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের মৃত রামপদ দেবনাথের ছেলে ও সুব্রত দেবনাথের বাবা পরিতোষ দেবনাথ ও তাঁর মা নমিতা দেবনাথকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মটবাটী এলাকা থেকে অপহরণকারীকে গ্রেপ্তার করে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। 

উল্লেখ, গত শুক্রবার (৫ নভেম্বর) পাইকগাছা পৌর এলাকা থেকে দশম শ্রেণি এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয় বলে অভিযোগে পাওয়া যায়। গত মঙ্গলবার (৯ নভেম্বর) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে পাইকগাছা থানায় মামলা করে। 
 
পাইকগাছা থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, মোবাইল ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে অপহরণের সাত দিনের মধ্যে তাকে উদ্ধার করে অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) অপহরণকারীকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত