দশ বছর পর যশোরের ঝিকরগাছার বোধখানা বাঁওড়ের পাড়ে সবুজ ফসলের সমারোহ দেখা দিয়েছে। বাঁওড়ের চারপাশে অন্তত ৬০০ বিঘা জমিতে এ মৌসুমে কৃষকেরা ধান-পাটের সঙ্গে রবিশস্যের আবাদ করেন। দীর্ঘদিন পরে আবাদ করতে পেরে কৃষকের মুখে হাসির ঝিলিক দেখা গেছে। বাঁওড়ের সঙ্গে সংশ্লিষ্ট বোধখান খালটি পুনঃখনন করা হলে এসব জমিতে সব সময় আবাদ করা যাবে বলে কৃষকদের দাবি।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, বাঁওড়ের চারপাশে সবুজ ফসলে ভরে রয়েছে। এসব ফসলের মধ্যে ভুট্টার আবাদ বেশি। পাশাপাশি ধান, টমেটো, পটল ও ঘাসেরও আবাদ করেছেন কৃষকেরা। দীর্ঘদিন পানিতে ডুবে থাকলেও গেল মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় এবার চাষ করতে পারায় এতে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
বাঁওড়ের উত্তর পাড়ে হরিতলা, পূর্ব পাড়ে পাথরঘাটা ও দক্ষিণে জাফরনগরের মাঠ। বৃষ্টি ও বাঁওড়ের উপচে পড়া পানিতে ডুবে থাকার কারণে ১০ বছর ধরে এলাকার মানুষ বছরে একটি করে আবাদ করতে পারেন। এ বছর পাড়ে পানি না থাকায় তিনটি করে আবাদ করতে পেরেছেন কৃষকেরা।
বোধখানা গ্রামের ওসমান গণি বলেন, বাঁওড়ের পাড়ে ৬ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। এর আগে এ জমিতে পাট চাষ করেছিলাম। ভুট্টা কেটে মাচা তৈরি করে ঝিঙে লাগাব। পানিতে ডুবে থাকায় ১০ বছর ধরে ওপরের কিছু জমিতে শুধু বোরো আবাদ হতো।
একই গ্রামের জাকির হোসেন বলেন, জলাবদ্ধতার কারণে প্রায় ১০ বছর পর বাঁওড়ের পাড়ে এবার তিন বিঘা জমিতে ভুট্টা, পটল, ধান ও ঘাসের আবাদ করতে পেরেছি। বাঁওড়ের সঙ্গে সংযুক্ত খালটি পুনঃখনন করা হলে এবারের মতো সব সময় তিনটি করে ফসলের চাষ করা যাবে।
বোধখানা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেন বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় বাওড় পাড়ে এবার তিনটি ফসলের চাষ করা গেছে। সরকারের ঘোষণা অনুযায়ী অনাবাদি জমি চাষের আওতায় আনতে কৃষকদের পরামর্শ ও প্রণোদনা দেওয়া হয়েছে। কৃষকরাও সে মোতাবেক চাষ করেছেন। ভালো ফলনের আশা করা হচ্ছে।
দশ বছর পর যশোরের ঝিকরগাছার বোধখানা বাঁওড়ের পাড়ে সবুজ ফসলের সমারোহ দেখা দিয়েছে। বাঁওড়ের চারপাশে অন্তত ৬০০ বিঘা জমিতে এ মৌসুমে কৃষকেরা ধান-পাটের সঙ্গে রবিশস্যের আবাদ করেন। দীর্ঘদিন পরে আবাদ করতে পেরে কৃষকের মুখে হাসির ঝিলিক দেখা গেছে। বাঁওড়ের সঙ্গে সংশ্লিষ্ট বোধখান খালটি পুনঃখনন করা হলে এসব জমিতে সব সময় আবাদ করা যাবে বলে কৃষকদের দাবি।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, বাঁওড়ের চারপাশে সবুজ ফসলে ভরে রয়েছে। এসব ফসলের মধ্যে ভুট্টার আবাদ বেশি। পাশাপাশি ধান, টমেটো, পটল ও ঘাসেরও আবাদ করেছেন কৃষকেরা। দীর্ঘদিন পানিতে ডুবে থাকলেও গেল মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় এবার চাষ করতে পারায় এতে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
বাঁওড়ের উত্তর পাড়ে হরিতলা, পূর্ব পাড়ে পাথরঘাটা ও দক্ষিণে জাফরনগরের মাঠ। বৃষ্টি ও বাঁওড়ের উপচে পড়া পানিতে ডুবে থাকার কারণে ১০ বছর ধরে এলাকার মানুষ বছরে একটি করে আবাদ করতে পারেন। এ বছর পাড়ে পানি না থাকায় তিনটি করে আবাদ করতে পেরেছেন কৃষকেরা।
বোধখানা গ্রামের ওসমান গণি বলেন, বাঁওড়ের পাড়ে ৬ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। এর আগে এ জমিতে পাট চাষ করেছিলাম। ভুট্টা কেটে মাচা তৈরি করে ঝিঙে লাগাব। পানিতে ডুবে থাকায় ১০ বছর ধরে ওপরের কিছু জমিতে শুধু বোরো আবাদ হতো।
একই গ্রামের জাকির হোসেন বলেন, জলাবদ্ধতার কারণে প্রায় ১০ বছর পর বাঁওড়ের পাড়ে এবার তিন বিঘা জমিতে ভুট্টা, পটল, ধান ও ঘাসের আবাদ করতে পেরেছি। বাঁওড়ের সঙ্গে সংযুক্ত খালটি পুনঃখনন করা হলে এবারের মতো সব সময় তিনটি করে ফসলের চাষ করা যাবে।
বোধখানা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেন বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় বাওড় পাড়ে এবার তিনটি ফসলের চাষ করা গেছে। সরকারের ঘোষণা অনুযায়ী অনাবাদি জমি চাষের আওতায় আনতে কৃষকদের পরামর্শ ও প্রণোদনা দেওয়া হয়েছে। কৃষকরাও সে মোতাবেক চাষ করেছেন। ভালো ফলনের আশা করা হচ্ছে।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৪ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৫ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৮ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৮ মিনিট আগে