খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীর শিপইয়ার্ড সড়কে কাঠ ব্যবসায়ীদের দখলে থাকা জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অপরদিকে কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ ঘটনার সঙ্গে কাঠ ব্যবসায়ীদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান জানান, শিপইয়ার্ড সড়কে কাঠ ব্যবসায়ীদের দখলে থাকা জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চলাকালে সরকারি কাজে বাধা, হামলা, ভাঙচুর, ক্ষতিসাধন ও আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিআইডব্লিউটিএ খুলনার উপপরিচালক মো. মোন্তাফিজুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বিআইডব্লিউটিএ খুলনার উপপরিচালক মো. মোন্তাফিজুর রহমান বলেন, ‘আমরা নিয়ম অনুযায়ী ৫ ফেব্রুয়ারি ওই এলাকায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান চালাতে যাই। কিন্তু সেখানে অবৈধ ব্যবসায়ী ও শ্রমিকেরা আমাদের ওপর হামলা চালিয়ে দুটি গাড়ি ভাঙচুর করে ৪ জনকে আহত করে।’
এদিকে আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সেলিম কাজী বলেন, রূপসা ষ্টান্ড রোডে প্রায় ৩৯টি ছোটবড় সমিল রয়েছে। এক একটি মিলে ৩৫ থেকে ৪০ জন শ্রমিক কর্মরত আছেন। সব মিলিয়ে ১৪০০ শ্রমিকের কর্মসংস্থান। এসব ব্যবসার উদ্যোক্তা, মুদি দোকান, চা দোকান, হোটেল, কাঠ ব্যবসায়ীদের পরিবারের সদস্য সংখ্যা হিসাব করলে আরও ২৫–৩০ হাজার লোক। সর্বসাকল্যে প্রায় লক্ষাধিক মানুষের রুটি রুজির বিষয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ৫ ফেব্রুয়ারি ন্যায় সংগত নাগরিক অধিকার আদায়ে তাঁরা মানববন্ধন শুরু করলে মো. ফয়েজুল ইসলাম টিটোর কতিপয় বহিরাগত উচ্ছৃঙ্খল ও সন্ত্রাসী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তা, কর্মচারীসহ প্রশাসনের ওপর হামলা করেন।
এক প্রশ্নের জবাবে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জলি বলেন, সরকারের বিশেষ কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্যবর্ধন বা অন্য কাজে ব্যবহার করতে শুধুমাত্র সে ক্ষেত্রে আমাদের যথাযথ পুনর্বাসন দিয়ে প্রতিস্থাপন করলে আমরা স্থানান্তরিত হব। তবে কোনো বিশেষ ব্যক্তি বা ব্যক্তিবর্গের সম্পদ আহরণে ব্যবসায়ী স্থান তৈরি করলে আমরা মেনে নেব না।’
খুলনা মহানগরীর শিপইয়ার্ড সড়কে কাঠ ব্যবসায়ীদের দখলে থাকা জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অপরদিকে কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ ঘটনার সঙ্গে কাঠ ব্যবসায়ীদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান জানান, শিপইয়ার্ড সড়কে কাঠ ব্যবসায়ীদের দখলে থাকা জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চলাকালে সরকারি কাজে বাধা, হামলা, ভাঙচুর, ক্ষতিসাধন ও আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিআইডব্লিউটিএ খুলনার উপপরিচালক মো. মোন্তাফিজুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বিআইডব্লিউটিএ খুলনার উপপরিচালক মো. মোন্তাফিজুর রহমান বলেন, ‘আমরা নিয়ম অনুযায়ী ৫ ফেব্রুয়ারি ওই এলাকায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান চালাতে যাই। কিন্তু সেখানে অবৈধ ব্যবসায়ী ও শ্রমিকেরা আমাদের ওপর হামলা চালিয়ে দুটি গাড়ি ভাঙচুর করে ৪ জনকে আহত করে।’
এদিকে আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সেলিম কাজী বলেন, রূপসা ষ্টান্ড রোডে প্রায় ৩৯টি ছোটবড় সমিল রয়েছে। এক একটি মিলে ৩৫ থেকে ৪০ জন শ্রমিক কর্মরত আছেন। সব মিলিয়ে ১৪০০ শ্রমিকের কর্মসংস্থান। এসব ব্যবসার উদ্যোক্তা, মুদি দোকান, চা দোকান, হোটেল, কাঠ ব্যবসায়ীদের পরিবারের সদস্য সংখ্যা হিসাব করলে আরও ২৫–৩০ হাজার লোক। সর্বসাকল্যে প্রায় লক্ষাধিক মানুষের রুটি রুজির বিষয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ৫ ফেব্রুয়ারি ন্যায় সংগত নাগরিক অধিকার আদায়ে তাঁরা মানববন্ধন শুরু করলে মো. ফয়েজুল ইসলাম টিটোর কতিপয় বহিরাগত উচ্ছৃঙ্খল ও সন্ত্রাসী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তা, কর্মচারীসহ প্রশাসনের ওপর হামলা করেন।
এক প্রশ্নের জবাবে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জলি বলেন, সরকারের বিশেষ কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্যবর্ধন বা অন্য কাজে ব্যবহার করতে শুধুমাত্র সে ক্ষেত্রে আমাদের যথাযথ পুনর্বাসন দিয়ে প্রতিস্থাপন করলে আমরা স্থানান্তরিত হব। তবে কোনো বিশেষ ব্যক্তি বা ব্যক্তিবর্গের সম্পদ আহরণে ব্যবসায়ী স্থান তৈরি করলে আমরা মেনে নেব না।’
বগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৫ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১১ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১৬ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ মিনিট আগে