Ajker Patrika

বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ৯ আসামি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৬: ৫৮
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ৯ আসামি গ্রেপ্তার

যশোরের বেনাপোল বন্দর থানাধীন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বেনাপোল বন্দর থানাধীন বিভিন্ন জায়গা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন বেনাপোল বালুন্ডা গ্রামের মৃত মোতালেব মোড়লের ছেলে ছামাদ, পুটখালী ইউনিয়নের শিবনাথপুর বারোপোতা গ্রামের ওমর আলীর ছেলে কুরবান, দক্ষিণ বারোপোতা গ্রামের আনসার আলীর ছেলে কবির হোসেন, ভবারবেড় গ্রামের আবু কালামের ছেলে বাবু, বেনাপোল দিঘীরপাড় গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে বাবুল মোড়ল, ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামের সেকেন্দার আলী হাজির ছেলে জাহাঙ্গীর আলম, একই গ্রামের রফি মোড়লের ছেলে আব্দুস সোবাহান ও বারোপোতা গ্রামের রবিউল ইসলামের ছেলে শাহজামাল।

বেনাপোল বন্দর থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, বিভিন্ন মামলার পলাতক আসামিরা গোপনে এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের যশোর জেল হাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত