Ajker Patrika

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

কুষ্টিয়ায় ট্রাকচাপায় ইকবাল হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও এক যুবক। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার বটতৈল বাইপাস সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইকবাল কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার কন্দরপোদিয়া গ্রামের বাসিন্দা। সে পেশায় ইট ভাটার ব্যবসায়ী। 

কুষ্টিয়া হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বলেন, বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল বটতৈল বাইপাস সেতুর ওপর একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ইকবাল রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ইকবালের মৃত্যু হয়। 

ওসি বলেন, খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করতে পারেনি পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত