বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট পৌরসভার নবাগত প্রশাসক মো. ফকরুল হাসানের সঙ্গে সভা শেষ করে কার্যালয় থেকে বেরিয়ে যাচ্ছিলেন পৌরসভার পাঁচ কাউন্সিলর। এমন সময় বিএনপির বেশ কিছু নেতা–কর্মী ওই কার্যালয় ও এর আশপাশে অবস্থান নিয়ে তাঁদের আটকের দাবি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে চাঁদাবাজির মামলায় ওই পাঁচ কাউন্সিলরদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা শ্রমিক লীগের সভাপতি ও বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউর রহমান মন্টু, জেলা কৃষক লীগের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাশেম শিপন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন, মহিলা কাউন্সিলর কহিনুর বেগম ও আসমা আজাদ।
সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার মেয়রদের অপসারণের পর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডা. মো. ফকরুল হাসান বাগেরহাট পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ পান। এদিন কাউন্সিলরা মো. ফকরুল হাসানের সঙ্গে সভায় যোগ দিতে ওই কার্যালয়ের তৃতীয় তলায় স্থানীয় সরকার শাখায় যান।
খবর পেয়ে বিএনপির বেশ কিছু নেতা–কর্মী ওই কার্যালয় ও এর আশপাশে অবস্থান নিয়ে তাঁদের আটকের দাবি করেন। সেখান থেকে বের হবার সময় পুলিশ এসে তাঁদের হেফাজতে নেয়। এর মাঝেই শ্রমিক লীগ নেতা রেজাউর রহমান মন্টু, কৃষক লীগ নেতা আবুল হাসেম শিপনকে উপস্থিত জনতা শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে জানা গেছে।
বাগেরহাট মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের বিএনপির কর্মী আলতাফ মাহমুদ হাওলাদার বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় চাঁদাবাজী, শ্লীলতাহানি ও মারধরের মামলা করেন। ওই মামলায় ৪৫ জনের নাম উল্লেখসহ আরও ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলায় বলায় হয়, গত ৩ আগস্ট মামলার বাদী স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে আসামিরা মুক্ষাইট মোড় এলাকায় তাঁর গতিরোধ করে মারধর করেন, চাঁদা দাবি ও স্ত্রীর শ্লীলতাহানি করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাঁদে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে গ্রেপ্তার ব্যক্তিরা কেউই এজাহারভুক্ত আসামি নন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাসেলুর রহমান বলেন, সদর থানার একটি চাঁদাবাজির মামলায় তিন নারী ও দুই পুরুষ কাউন্সিলরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাট পৌরসভার নবাগত প্রশাসক মো. ফকরুল হাসানের সঙ্গে সভা শেষ করে কার্যালয় থেকে বেরিয়ে যাচ্ছিলেন পৌরসভার পাঁচ কাউন্সিলর। এমন সময় বিএনপির বেশ কিছু নেতা–কর্মী ওই কার্যালয় ও এর আশপাশে অবস্থান নিয়ে তাঁদের আটকের দাবি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে চাঁদাবাজির মামলায় ওই পাঁচ কাউন্সিলরদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা শ্রমিক লীগের সভাপতি ও বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউর রহমান মন্টু, জেলা কৃষক লীগের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাশেম শিপন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন, মহিলা কাউন্সিলর কহিনুর বেগম ও আসমা আজাদ।
সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার মেয়রদের অপসারণের পর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডা. মো. ফকরুল হাসান বাগেরহাট পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ পান। এদিন কাউন্সিলরা মো. ফকরুল হাসানের সঙ্গে সভায় যোগ দিতে ওই কার্যালয়ের তৃতীয় তলায় স্থানীয় সরকার শাখায় যান।
খবর পেয়ে বিএনপির বেশ কিছু নেতা–কর্মী ওই কার্যালয় ও এর আশপাশে অবস্থান নিয়ে তাঁদের আটকের দাবি করেন। সেখান থেকে বের হবার সময় পুলিশ এসে তাঁদের হেফাজতে নেয়। এর মাঝেই শ্রমিক লীগ নেতা রেজাউর রহমান মন্টু, কৃষক লীগ নেতা আবুল হাসেম শিপনকে উপস্থিত জনতা শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে জানা গেছে।
বাগেরহাট মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের বিএনপির কর্মী আলতাফ মাহমুদ হাওলাদার বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় চাঁদাবাজী, শ্লীলতাহানি ও মারধরের মামলা করেন। ওই মামলায় ৪৫ জনের নাম উল্লেখসহ আরও ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলায় বলায় হয়, গত ৩ আগস্ট মামলার বাদী স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে আসামিরা মুক্ষাইট মোড় এলাকায় তাঁর গতিরোধ করে মারধর করেন, চাঁদা দাবি ও স্ত্রীর শ্লীলতাহানি করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাঁদে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে গ্রেপ্তার ব্যক্তিরা কেউই এজাহারভুক্ত আসামি নন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাসেলুর রহমান বলেন, সদর থানার একটি চাঁদাবাজির মামলায় তিন নারী ও দুই পুরুষ কাউন্সিলরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২২ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৭ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩২ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে