Ajker Patrika

কুষ্টিয়ায় কারখানা শ্রমিকদের কর্মবিরতি, কর্মকর্তাদের মারধর

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া বিসিক শিল্পনগরীতে কর্মবিরতি পালনকালে কারখানার বাইরে শ্রমিকদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা
কুষ্টিয়া বিসিক শিল্পনগরীতে কর্মবিরতি পালনকালে কারখানার বাইরে শ্রমিকদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ায় সাত দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছেন প্লাইউড, পার্টিকেল বোর্ডসহ বিভিন্ন পণ্য উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকেরা।

আজ বৃহস্পতিবার এই কর্মসূচি চলাকালে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর আলম, প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আশরাফ ও রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মকিবুল ইসলামকে বেধড়ক মারধর করা হয়। তাঁদের মধ্যে একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শ্রমিকেরা সকালে বিসিক শিল্পনগরীতে কারখানায় প্রবেশের পর কাজ না করে কর্মবিরতি শুরু করেন। দুই শিফটের কয়েক শ শ্রমিক এতে অংশ নেন। তাঁরা সাত দফা দাবি পেশ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগদান করবেন না বলে ঘোষণা দেন। দাবিগুলোর মধ্যে আছে শ্রমিকদের বেতন-ভাতা মূল প্রতিষ্ঠান বিআরবি গ্রুপের শ্রমিকদের সঙ্গে সমন্বয় করা, ওভারটাইম বিল দেওয়া, ছুটির ব্যবস্থা ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে স্থায়ী নিয়োগ।

পরে অনুষ্ঠিত বৈঠকে মালিকপক্ষের প্রতিশ্রুতি পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রমিকেরা তাঁদের কর্মবিরতি তুলে নিয়ে পুনরায় কাজে যোগ দেন।

আন্দোলনে থাকা শ্রমিক আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের পেশ করা দাবি পূরণের সময় বিকেল ৫টা পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় উত্তেজিত শ্রমিকেরা প্রতিষ্ঠানের ম্যানেজারসহ তিনজনকে মারধর করে। পরে সন্ধ্যা ৬টার দিকে বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবুর রহমান পাঁচ শ্রমিক প্রতিনিধি নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে দাবি শুনে তিনি তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে সাড়ে ৬টার দিকে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিই।’

নাম প্রকাশ না করে এক কর্মকর্তা জানান, কাঁচামালের অভাবে মাসের অধিকাংশ দিন প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ থাকে। এর মধ্যে গ্রুপের প্রতিটি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন বৃদ্ধি পেলেও এমআরএসের শ্রমিকদের বাড়েনি। সেই দাবিতে তাঁরা আন্দোলনে নামেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত