ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে ৩৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আটটি অনুষদের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাঁদের পুরস্কৃত করা হয়।
আজ রোববার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীদের পদক, সনদপত্র ও নগদ অর্থ দেওয়া হয়।
ডিনস অ্যাওয়ার্ড লিস্ট-২০২৪-এর আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
এ সময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোছা. কামরুন্নাহার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘যেকোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রাপককে যেমন দায়িত্ববান করে, ঠিক তেমনি এর পাশাপাশি প্রতিশ্রুতিবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে উদ্দীপিত করে। যারা ডিনস অ্যাওয়ার্ড পেল আমরা তাদের আলোর পথ দেখালাম। এই পথ বেয়ে ভবিষ্যতে যাত্রার জন্য তাদের তৈরি করে দিলাম। কিন্তু সেই যাত্রায় নিজের কমিটমেন্ট দিয়ে এই সার্থকতা গড়ে তুলতে হবে। আজকে যারা ডিনস অ্যাওয়ার্ড যারা পেয়েছে তাদের গর্ব করতে বলি তবে কখনো যেন অংহবোধে তাড়িত না হয়।’
অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী জামাল উদ্দীন বলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার পিতা-মাতা, শিক্ষক শিক্ষিকা, সহপাঠী বন্ধুদের প্রতি। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার প্রাণপ্রিয় বিভাগ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট এর সম্মানিত শিক্ষকদের প্রতি। তাদের অনুপ্রেরণা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই আমরা আমাদের সাফল্য গাঁথা রচনা করতে পেরেছি। আসলে এই দিনটি আমার জীবনে একটি বিশেষ দিন হয়ে থাকবে এবং আগামী দিনে আমার পথ চলার পাথেয় হয়ে থাকবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে ৩৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আটটি অনুষদের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাঁদের পুরস্কৃত করা হয়।
আজ রোববার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীদের পদক, সনদপত্র ও নগদ অর্থ দেওয়া হয়।
ডিনস অ্যাওয়ার্ড লিস্ট-২০২৪-এর আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
এ সময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোছা. কামরুন্নাহার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘যেকোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রাপককে যেমন দায়িত্ববান করে, ঠিক তেমনি এর পাশাপাশি প্রতিশ্রুতিবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে উদ্দীপিত করে। যারা ডিনস অ্যাওয়ার্ড পেল আমরা তাদের আলোর পথ দেখালাম। এই পথ বেয়ে ভবিষ্যতে যাত্রার জন্য তাদের তৈরি করে দিলাম। কিন্তু সেই যাত্রায় নিজের কমিটমেন্ট দিয়ে এই সার্থকতা গড়ে তুলতে হবে। আজকে যারা ডিনস অ্যাওয়ার্ড যারা পেয়েছে তাদের গর্ব করতে বলি তবে কখনো যেন অংহবোধে তাড়িত না হয়।’
অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী জামাল উদ্দীন বলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার পিতা-মাতা, শিক্ষক শিক্ষিকা, সহপাঠী বন্ধুদের প্রতি। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার প্রাণপ্রিয় বিভাগ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট এর সম্মানিত শিক্ষকদের প্রতি। তাদের অনুপ্রেরণা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই আমরা আমাদের সাফল্য গাঁথা রচনা করতে পেরেছি। আসলে এই দিনটি আমার জীবনে একটি বিশেষ দিন হয়ে থাকবে এবং আগামী দিনে আমার পথ চলার পাথেয় হয়ে থাকবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১০ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে