Ajker Patrika

যশোরে ‘জামাল বাহিনী’র প্রধানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, নারী আহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি 
ককটেল বিস্ফোরণে আহত শাহানারা বেগম। ছবি: আজকের পত্রিকা
ককটেল বিস্ফোরণে আহত শাহানারা বেগম। ছবি: আজকের পত্রিকা

যশোরের কেশবপুরে জামাল বাহিনীর প্রধান জামাল উদ্দিনের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার সকালে পৌরসভার মধ্যকুল এলাকায় ওই বাড়ির ধানের গোলাঘর পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে শাহানারা বেগম (৫০) নামের এক নারী শ্রমিক আহত হয়েছেন। তিনি একই এলাকার শামসুর রহমানের স্ত্রী। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহানারা গোলাঘর পরিষ্কার করার সময় লাল স্কচটেপে মোড়ানো একটি বস্তু দেখতে পান। তিনি বস্তুটি বাইরে ফেলে দিলে বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলমগীর বলেন, চিকিৎসাধীন শাহানারার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

এলাকাবাসী জানান, মধ্যকুলের আব্দুল গণি শেখের ছেলে জামাল (৩৪) পৌর যুবলীগের নেতা হিসেবে এলাকায় পরিচিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় তিনি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে অপহরণ, চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত ছিলেন। দলের নাম দেওয়া হয় ‘জামাল বাহিনী’। তাঁর ভয়ে পৌর এলাকাসহ পুরো উপজেলার মানুষ আতঙ্কে থাকত। বর্তমানে তিনি এলাকায় নেই।

বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সদস্যরা। ছবি: আজকের পত্রিকা
বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শরীফুল ইসলাম বলেন, পুলিশের জেলা বিশেষ শাখার (ডিএসবি) তালিকাভুক্ত সন্ত্রাসী জামালের বাড়িতে ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। জামালের বিরুদ্ধে থানায় অপহরণ, চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১৫টি মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত