Ajker Patrika

সয়াবিন তেল মজুত করায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধি
সয়াবিন তেল মজুত করায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

সয়াবিন তেল মজুতের দায়ে বাগেরহাট শহরের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শহরের নাগের বাজার তেলপট্টি এলাকার নরেন্দ্র পাল স্টোরকে আজ রোববার দুপুরে এই জরিমানা করা হয়।

এ ছাড়া পলিথিন মজুতের দায়ে একই উপজেলার দেপাড়া বাজারের মেসার্স ভাই ভাই স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা করেন।

সহকারী কমিশনার বলেন, নাগের বাজার তেলপট্টি এলাকার নরেন্দ্র পাল স্টোর নামের ওই দোকানে ২৩টি ড্রামে ৪ হাজার ২৫৫ লিটার সয়াবিন তেল ছিল। খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি বিক্রয়ের কোনো রশীদ দোকানির কাছে ছিল না। এই অপরাধে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁকে সাত দিনের মধ্যে এসব তেল বিক্রি করা এবং প্রয়োজনীয় রশীদ সংগ্রহের আদেশ দেওয়া হয়েছে।

রুবাইয়া বিনতে কাশেম বলেন, এ ছাড়া বিক্রয় নিষিদ্ধ ৩৫ কেজি পলিথিন সংরক্ষণের অপরাধে এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পলিথিনগুলো জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত