Ajker Patrika

সুন্দরবনের কলাগাছিয়া থেকে বাঘের দেহাবশেষ উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সুন্দরবনের কলাগাছিয়া থেকে বাঘের দেহাবশেষ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর পশ্চিম সুন্দরবনের কলাগাছিয়া থেকে একটি বাঘের দেহাবশেষ উদ্ধার করেছে বনকর্মীরা। গতকাল শনিবার দুপুরে বুড়িগোয়ালিনী স্টেশনে বন বিভাগের সদস্যরা নিয়মিত টহলের সময় অর্ধগলিত ওই দেহাবশেষ দেখতে পায়। আজ রোববার দেহাবশেষ বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিস এলাকায় এনে মাটি চাপা দেওয়া হয়েছে। 

বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, দুই থেকে তিন সপ্তাহ আগে বাঘটি মারা গেছে। বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে বলে মনে করেন তাঁরা। 

এ ঘটনায় শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

বাঘের দেহাবশেষ নৌকায় করে রেঞ্জ অফিসে নেওয়া হয়।সুন্দরবনের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধূরী আজকের পত্রিকাকে বলেন, ‘বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নুর আলমের নেতৃত্বে বনকর্মীরা গতকাল টহলে যায়। এ সময় জীব-জন্তুর শরীরের পচনের দুর্গন্ধের সূত্র ধরে তারা মুরালীখালের মাথায় পৌঁছে  অর্ধগলিত অবস্থায় বাঘটির দেহাবশেষ দেখতে পায়। পরে বস্তায় ভরে বাঘের দেহাবশেষ নিয়ে আজ সকালে তারা বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিসে পৌঁছেন।’ 

সহকারী বন সংরক্ষক আরও বলেন, ‘বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে। তবে শরীরের বেশির ভাগ অংশ পচে যাওয়ায় বাঘটি পুরুষ নাকি নারী তা নির্ধারণ করা যায়নি। এ ঘটনায় বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নুর আলম শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরির পর রেঞ্জ কার্যালয়ের পাশে মৃতদেহ মাটি চাপা দেওয়া হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত