কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বিবদমান বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৫ জন অগ্নিদগ্ধ ও আহত হয়েছেন। এ সময় অন্তত ৫টি বাড়িতে অগ্নিসংযোগ করে গবাদিপশু, আসবাবপত্র ও সম্পদ লুটের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের দুর্গম চিলমারীর চর বাজার সংলগ্ন উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধসহ আহত ৮ জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে এবং বাকিরা দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন সাগর মণ্ডল (২৫), দিনা মণ্ডল (৭০), ফারুক মণ্ডল (২২), নাসির (১৮), আনিসুর রহমান (৪০), নুরী (৭০), ফজল মণ্ডল (৫২) ও আশরাফুল (৩৫)।
প্রত্যক্ষদর্শী স্কুলশিক্ষক ইকবাল হোসেন ও স্থানীয়রা জানান, দৌলতপুর উপজেলার চিলমারীর চরের শিকদার ও মণ্ডলের মধ্যে বিরোধ ছিল। দুই পক্ষের মধ্যে আগেও কয়েক দফা হামলা ও বেশ কয়েকটি মামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েনও রয়েছে।
ওই বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার বিকেলে শিকদার পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মণ্ডল পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় তারা বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে। আগুনে ইকবাল মণ্ডল, মোজাম্মেল মণ্ডল, জহুরুল মণ্ডল ও রানা মণ্ডলসহ ৫ জনের বাড়ি পুড়ে গেছে।
হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
হামলার ঘটনার বিষয়ে চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রকৌশলী আবদুল মান্নান জানান, চলমান বিরোধের জেরে শিকদার পক্ষের লোকজনের হামলা, মারপিট ও অগ্নিসংযোগ করেছে। এতে অগ্নিদগ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা ৫-৬টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ও সার্কেল স্যার ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
কুষ্টিয়ার দৌলতপুরে বিবদমান বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৫ জন অগ্নিদগ্ধ ও আহত হয়েছেন। এ সময় অন্তত ৫টি বাড়িতে অগ্নিসংযোগ করে গবাদিপশু, আসবাবপত্র ও সম্পদ লুটের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের দুর্গম চিলমারীর চর বাজার সংলগ্ন উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধসহ আহত ৮ জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে এবং বাকিরা দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন সাগর মণ্ডল (২৫), দিনা মণ্ডল (৭০), ফারুক মণ্ডল (২২), নাসির (১৮), আনিসুর রহমান (৪০), নুরী (৭০), ফজল মণ্ডল (৫২) ও আশরাফুল (৩৫)।
প্রত্যক্ষদর্শী স্কুলশিক্ষক ইকবাল হোসেন ও স্থানীয়রা জানান, দৌলতপুর উপজেলার চিলমারীর চরের শিকদার ও মণ্ডলের মধ্যে বিরোধ ছিল। দুই পক্ষের মধ্যে আগেও কয়েক দফা হামলা ও বেশ কয়েকটি মামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েনও রয়েছে।
ওই বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার বিকেলে শিকদার পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মণ্ডল পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় তারা বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে। আগুনে ইকবাল মণ্ডল, মোজাম্মেল মণ্ডল, জহুরুল মণ্ডল ও রানা মণ্ডলসহ ৫ জনের বাড়ি পুড়ে গেছে।
হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
হামলার ঘটনার বিষয়ে চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রকৌশলী আবদুল মান্নান জানান, চলমান বিরোধের জেরে শিকদার পক্ষের লোকজনের হামলা, মারপিট ও অগ্নিসংযোগ করেছে। এতে অগ্নিদগ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা ৫-৬টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ও সার্কেল স্যার ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
লোডশেডিং কমানোর দাবিতে রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে রংপুর সদরের পাগলাপীরে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে এ কর্মসূচি পালিত হয়।
৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
১২ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
১২ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে