Ajker Patrika

ইবিতে ছাত্রী নির্যাতন: ৮ জুলাই অভিযুক্তদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

ইবি প্রতিনিধি
আপডেট : ১২ জুন ২০২৩, ২২: ২৬
ইবিতে ছাত্রী নির্যাতন: ৮ জুলাই অভিযুক্তদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেলেন ছাত্রলীগের নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচ অভিযুক্ত। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তাঁদের চূড়ান্ত বক্তব্য শোনেন প্রশাসনের কর্মকর্তারা। একই সময় ভুক্তভোগী ফুলপরী খাতুনের বক্তব্যও শুনেছেন কর্তৃপক্ষ।

অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি (বহিষ্কৃত) ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ সেশনের তাবাসসুম ইসলাম, আইন বিভাগের ইসরাত জাহান মীম, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাওয়াবিয়া। 

সূত্রে জানা যায়, সভায় সানজিদা চৌধুরী অন্তরাসহ অভিযুক্তরা নির্দোষ দাবি করে নিজেদের পক্ষে সাফাই গেয়ে যান। অপর দিকে ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপরী খাতুন তাঁদের অভিযুক্ত করে বক্তব্য দেন। সবগুলো বিষয় নিয়ে আগামী ৮ জুলাই অভিযুক্তদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রশাসন। তবে, অন্যদিনের চেয়ে আজ অভিযুক্তদের কথাবার্তায় পরিবর্তন দেখা গিয়েছে বলে জানান সভায় উপস্থিত ছিলেন এমন একজন। 

এ বিষয়ে সানজিদা চৌধুরী অন্তরা বলেন, ‘আমাদের ডাকা হয়েছিল। আমাদের থেকে প্রশাসন আগে কয়েকবার প্রতিবেদন লিখিত নিয়েছে। আজ আবারও জিজ্ঞাসা করছিল কোনো নতুন বা অতিরিক্ত তথ্য যোগ করতে চাই কি না।’

এ বিষয়ে প্রক্টর শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘এর আগের ছাত্র শৃঙ্খলার সভায় আত্মসমর্থনের জন্য সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। তার পরিপ্রেক্ষিতে আজকে তারা উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছে। হাইকোর্টের নির্দেশনা রয়েছে আগামী ১৯ জুলাইয়ের মধ্যে এই বিষয়টির ইতি টানতে হবে।’ 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ফুলপরী খাতুনকে রাতভর আটকে রেখে নির্যাতন করার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন ফুলপরী। বিষয়টি নিয়ে হল প্রশাসন, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসনের তদন্তে নির্যাতনের সত্যতা মেলে। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের হল থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়।

এই সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত