ইবি প্রতিনিধি
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেলেন ছাত্রলীগের নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচ অভিযুক্ত। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তাঁদের চূড়ান্ত বক্তব্য শোনেন প্রশাসনের কর্মকর্তারা। একই সময় ভুক্তভোগী ফুলপরী খাতুনের বক্তব্যও শুনেছেন কর্তৃপক্ষ।
অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি (বহিষ্কৃত) ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ সেশনের তাবাসসুম ইসলাম, আইন বিভাগের ইসরাত জাহান মীম, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাওয়াবিয়া।
সূত্রে জানা যায়, সভায় সানজিদা চৌধুরী অন্তরাসহ অভিযুক্তরা নির্দোষ দাবি করে নিজেদের পক্ষে সাফাই গেয়ে যান। অপর দিকে ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপরী খাতুন তাঁদের অভিযুক্ত করে বক্তব্য দেন। সবগুলো বিষয় নিয়ে আগামী ৮ জুলাই অভিযুক্তদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রশাসন। তবে, অন্যদিনের চেয়ে আজ অভিযুক্তদের কথাবার্তায় পরিবর্তন দেখা গিয়েছে বলে জানান সভায় উপস্থিত ছিলেন এমন একজন।
এ বিষয়ে সানজিদা চৌধুরী অন্তরা বলেন, ‘আমাদের ডাকা হয়েছিল। আমাদের থেকে প্রশাসন আগে কয়েকবার প্রতিবেদন লিখিত নিয়েছে। আজ আবারও জিজ্ঞাসা করছিল কোনো নতুন বা অতিরিক্ত তথ্য যোগ করতে চাই কি না।’
এ বিষয়ে প্রক্টর শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘এর আগের ছাত্র শৃঙ্খলার সভায় আত্মসমর্থনের জন্য সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। তার পরিপ্রেক্ষিতে আজকে তারা উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছে। হাইকোর্টের নির্দেশনা রয়েছে আগামী ১৯ জুলাইয়ের মধ্যে এই বিষয়টির ইতি টানতে হবে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ফুলপরী খাতুনকে রাতভর আটকে রেখে নির্যাতন করার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন ফুলপরী। বিষয়টি নিয়ে হল প্রশাসন, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসনের তদন্তে নির্যাতনের সত্যতা মেলে। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের হল থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়।
এই সম্পর্কিত আরও পড়ুন:
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেলেন ছাত্রলীগের নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচ অভিযুক্ত। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তাঁদের চূড়ান্ত বক্তব্য শোনেন প্রশাসনের কর্মকর্তারা। একই সময় ভুক্তভোগী ফুলপরী খাতুনের বক্তব্যও শুনেছেন কর্তৃপক্ষ।
অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি (বহিষ্কৃত) ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ সেশনের তাবাসসুম ইসলাম, আইন বিভাগের ইসরাত জাহান মীম, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাওয়াবিয়া।
সূত্রে জানা যায়, সভায় সানজিদা চৌধুরী অন্তরাসহ অভিযুক্তরা নির্দোষ দাবি করে নিজেদের পক্ষে সাফাই গেয়ে যান। অপর দিকে ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপরী খাতুন তাঁদের অভিযুক্ত করে বক্তব্য দেন। সবগুলো বিষয় নিয়ে আগামী ৮ জুলাই অভিযুক্তদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রশাসন। তবে, অন্যদিনের চেয়ে আজ অভিযুক্তদের কথাবার্তায় পরিবর্তন দেখা গিয়েছে বলে জানান সভায় উপস্থিত ছিলেন এমন একজন।
এ বিষয়ে সানজিদা চৌধুরী অন্তরা বলেন, ‘আমাদের ডাকা হয়েছিল। আমাদের থেকে প্রশাসন আগে কয়েকবার প্রতিবেদন লিখিত নিয়েছে। আজ আবারও জিজ্ঞাসা করছিল কোনো নতুন বা অতিরিক্ত তথ্য যোগ করতে চাই কি না।’
এ বিষয়ে প্রক্টর শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘এর আগের ছাত্র শৃঙ্খলার সভায় আত্মসমর্থনের জন্য সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। তার পরিপ্রেক্ষিতে আজকে তারা উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছে। হাইকোর্টের নির্দেশনা রয়েছে আগামী ১৯ জুলাইয়ের মধ্যে এই বিষয়টির ইতি টানতে হবে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ফুলপরী খাতুনকে রাতভর আটকে রেখে নির্যাতন করার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন ফুলপরী। বিষয়টি নিয়ে হল প্রশাসন, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসনের তদন্তে নির্যাতনের সত্যতা মেলে। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের হল থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়।
এই সম্পর্কিত আরও পড়ুন:
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
২ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে