যশোরের মনিরামপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এ সময় বাসের চালকসহ পাঁচ-সাতজন যাত্রী আহত হন। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের সামনের অংশ কেটে আটকে পড়া চালককে উদ্ধার করেন।
আজ রোববার দুপুরে যশোর-চুকনগর সড়কের চালকিডাঙা নিমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
পরে চালক মিজানুর রহমানসহ সোমা বিশ্বাস নামে এক যাত্রীকে মনিরামপুর হাসপাতালে নিয়ে আসেন তাঁরা। গাছের সঙ্গে বাস চাপা খাওয়ায় চালক মিজানুর রহমানের ডান পা ভেঙে গেছে বলে জানা গেছে।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীনুর ইসলাম বলেন, দুপুরে সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে একটি বাস যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চালকিডাঙা বাজার পার হয়ে নিমতলা পৌঁছালে বাসের স্টিয়ারিং কেটে যায়। তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এসআই শাহীন বলেন, ‘আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর এক নারীকে যশোরে নেওয়া হয়েছে। তাঁর নাম জানা যায়নি। আমরা আসার আগে বাকিদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছে।’
স্থানীয়রা জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক আসার আগে যাত্রীরা যে যার মতো বাস থেকে নেমে চলে গেছে। আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার প্রণব কুমার বিশ্বাস বলেন, ‘আমরা বাসের সামনের অংশ কেটে চালকসহ একজনকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে এনেছি।’
মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমন গুপ্তর বরাত দিয়ে ওয়ার্ড বয় আক্তার হোসেন বলেন, বাসচালক জামলা গ্রামের মিজানুর রহমানের ডান পা ভেঙে গেছে। তাঁকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে। অপর যাত্রী পাইকগাছা এলাকার সোমা বিশ্বাস চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
যশোরের মনিরামপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এ সময় বাসের চালকসহ পাঁচ-সাতজন যাত্রী আহত হন। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের সামনের অংশ কেটে আটকে পড়া চালককে উদ্ধার করেন।
আজ রোববার দুপুরে যশোর-চুকনগর সড়কের চালকিডাঙা নিমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
পরে চালক মিজানুর রহমানসহ সোমা বিশ্বাস নামে এক যাত্রীকে মনিরামপুর হাসপাতালে নিয়ে আসেন তাঁরা। গাছের সঙ্গে বাস চাপা খাওয়ায় চালক মিজানুর রহমানের ডান পা ভেঙে গেছে বলে জানা গেছে।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীনুর ইসলাম বলেন, দুপুরে সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে একটি বাস যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চালকিডাঙা বাজার পার হয়ে নিমতলা পৌঁছালে বাসের স্টিয়ারিং কেটে যায়। তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এসআই শাহীন বলেন, ‘আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর এক নারীকে যশোরে নেওয়া হয়েছে। তাঁর নাম জানা যায়নি। আমরা আসার আগে বাকিদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছে।’
স্থানীয়রা জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক আসার আগে যাত্রীরা যে যার মতো বাস থেকে নেমে চলে গেছে। আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার প্রণব কুমার বিশ্বাস বলেন, ‘আমরা বাসের সামনের অংশ কেটে চালকসহ একজনকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে এনেছি।’
মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমন গুপ্তর বরাত দিয়ে ওয়ার্ড বয় আক্তার হোসেন বলেন, বাসচালক জামলা গ্রামের মিজানুর রহমানের ডান পা ভেঙে গেছে। তাঁকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে। অপর যাত্রী পাইকগাছা এলাকার সোমা বিশ্বাস চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস বাজার এলাকায় র্যাবের পোশাক (কটি) পরে তিনজন ব্যক্তি এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গতকাল রাতে ঘটনা জানাজানি হয়।
২৫ মিনিট আগেআগামী একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের (ডিপিপি) অনুমোদনের দাবিতে অনির্দিষ্টকালের গণ-অনশনে থাকা ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ শিক্ষার্থীরা গণ অনশন শুরু করেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৭ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৯ ঘণ্টা আগে