শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অসীম কুমার মুধার বিচার দাবি করেছেন উপজেলা বীর মুক্তিযোদ্ধারা। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অসীমের হাতে লাঞ্ছিতের অভিযোগ এনে আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তারা লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বাবু দেবীরঞ্জন মন্ডল, গাজী নুরুল ইসলাম, লুৎফর রহমান ফকিরসহ বীর মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধাদের পক্ষের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাবু দেবী রঞ্জন মন্ডল জানান, স্বাধীনতা যুদ্ধের সময় শতাধিক নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয় সুন্দরবন তীরবর্তী হরিনগর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ওপর। জায়গাটি সংরক্ষণসহ সেখানে একটি স্মৃতিস্তম্ভ গড়ে তোলার পাশাপাশি নানা প্রয়োজনে মুক্তিযোদ্ধা সংসদের স্বার্থে পাশের একটি জায়গা দীর্ঘদিন তাঁদের দখলে ছিল। বেসরকারি একটি প্রতিষ্ঠান থেকে অর্থ নিয়ে চেয়ারম্যান অসীম মৃধা সেখানে গণ-শৌচাগার নির্মাণের চেষ্টা করেন। এ সময় তারা বাধা দেওয়ায় ভাড়াটে লাঠিয়ালদের নিয়ে চেয়ারম্যান অসীম মৃধা সেখানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করেছেন।
সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাবু দেবীরঞ্জন আরও বলেন, গত ১২ আগস্ট অসীম মৃধা স্থানীয় জেলে সমিতির সভাপতি মধুজিৎ রপ্তানকে বাড়ি থেকে তুলে নিয়ে বেপরোয়া মারপিট করেন। এর আগে পরিষদ থেকে অপমান করে বের দেওয়ায় গত ৩০ জুলাই ইউনিয়নের ১১ জন ইউপি সদস্যসহ তাঁর বিরুদ্ধে অনাস্থা জানিয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছিলেন।
এ ছাড়া গত জানুয়ারি মাসে সাংবাদিক সোহরাব হোসেনের ওপর হামলা করে উল্টো তার বিরুদ্ধে মালা করেন অসীম। সে ঘটনার কয়েক সপ্তাহ আগে মুন্সিগঞ্জ পরিষদ থেকে মারধর করে নিতাই মন্ডল নামের স্থানীয় এক ব্যক্তিকে বের করে দেন তিনি। একের পর এক অঘটন ঘটিয়ে দিব্যি পার পেয়ে যাচ্ছেন দাবি করে তিনি এমন জনপ্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসীর পক্ষে দাবি করেন।
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা বলেন, ‘জায়গাটি মুক্তিযোদ্ধাদের না। রাতারাতি সাইনবোর্ড টানিয়ে ওই জায়গা দখলের চেষ্টা করায় বাধা দেওয়ায় এসব অভিযোগ করা হচ্ছে।’
বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিতের অভিযোগ মিথ্যা দাবি করে চেয়ারম্যান বলেন, ‘খেলার মাঠে আছি, আসলে দেখা হবে।’
ইউএনও মো. আক্তার হোসেন বলেন, ‘আজ দুপুরের দিকে সাবেক কমান্ডারসহ কয়েকজন মুক্তিযোদ্ধা এসে লিখিত অভিযোগ জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে অভিযোগের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’
সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অসীম কুমার মুধার বিচার দাবি করেছেন উপজেলা বীর মুক্তিযোদ্ধারা। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অসীমের হাতে লাঞ্ছিতের অভিযোগ এনে আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তারা লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বাবু দেবীরঞ্জন মন্ডল, গাজী নুরুল ইসলাম, লুৎফর রহমান ফকিরসহ বীর মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধাদের পক্ষের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাবু দেবী রঞ্জন মন্ডল জানান, স্বাধীনতা যুদ্ধের সময় শতাধিক নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয় সুন্দরবন তীরবর্তী হরিনগর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ওপর। জায়গাটি সংরক্ষণসহ সেখানে একটি স্মৃতিস্তম্ভ গড়ে তোলার পাশাপাশি নানা প্রয়োজনে মুক্তিযোদ্ধা সংসদের স্বার্থে পাশের একটি জায়গা দীর্ঘদিন তাঁদের দখলে ছিল। বেসরকারি একটি প্রতিষ্ঠান থেকে অর্থ নিয়ে চেয়ারম্যান অসীম মৃধা সেখানে গণ-শৌচাগার নির্মাণের চেষ্টা করেন। এ সময় তারা বাধা দেওয়ায় ভাড়াটে লাঠিয়ালদের নিয়ে চেয়ারম্যান অসীম মৃধা সেখানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করেছেন।
সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাবু দেবীরঞ্জন আরও বলেন, গত ১২ আগস্ট অসীম মৃধা স্থানীয় জেলে সমিতির সভাপতি মধুজিৎ রপ্তানকে বাড়ি থেকে তুলে নিয়ে বেপরোয়া মারপিট করেন। এর আগে পরিষদ থেকে অপমান করে বের দেওয়ায় গত ৩০ জুলাই ইউনিয়নের ১১ জন ইউপি সদস্যসহ তাঁর বিরুদ্ধে অনাস্থা জানিয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছিলেন।
এ ছাড়া গত জানুয়ারি মাসে সাংবাদিক সোহরাব হোসেনের ওপর হামলা করে উল্টো তার বিরুদ্ধে মালা করেন অসীম। সে ঘটনার কয়েক সপ্তাহ আগে মুন্সিগঞ্জ পরিষদ থেকে মারধর করে নিতাই মন্ডল নামের স্থানীয় এক ব্যক্তিকে বের করে দেন তিনি। একের পর এক অঘটন ঘটিয়ে দিব্যি পার পেয়ে যাচ্ছেন দাবি করে তিনি এমন জনপ্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসীর পক্ষে দাবি করেন।
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা বলেন, ‘জায়গাটি মুক্তিযোদ্ধাদের না। রাতারাতি সাইনবোর্ড টানিয়ে ওই জায়গা দখলের চেষ্টা করায় বাধা দেওয়ায় এসব অভিযোগ করা হচ্ছে।’
বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিতের অভিযোগ মিথ্যা দাবি করে চেয়ারম্যান বলেন, ‘খেলার মাঠে আছি, আসলে দেখা হবে।’
ইউএনও মো. আক্তার হোসেন বলেন, ‘আজ দুপুরের দিকে সাবেক কমান্ডারসহ কয়েকজন মুক্তিযোদ্ধা এসে লিখিত অভিযোগ জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে অভিযোগের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতকোত্তর (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের প্রোফাইলে লগইন করে ফল জানতে
৪৩ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
৪৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
১ ঘণ্টা আগে