Ajker Patrika

সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে মায়ের মৃত্যু, আহত শিশু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে মায়ের মৃত্যু, আহত শিশু

সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে তানিয়া খাতুন (২২) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় তাঁর ৪ বছর বয়সী শিশুকন্যা তাবাচ্ছুম গুরুতর আহত হয়। ঘটনার পর পুলিশ ট্রাক এবং চালক সাদ্দাম হোসেনকে আটক করেছে।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার তালায় উপজেলার খুলনা-পাইকগাছা মহাসড়কের গঙ্গারামপুর পাকার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তানিয়া পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের রামনগর গ্রামের লুৎফর রহমানের মেয়ে।

নিহতের ভাই হাবিবুর মোড়ল জানান, মঙ্গলবার তানিয়া খাতুন তাঁর অসুস্থ শিশুকে তালায় ডাক্তার দেখাতে নিয়ে যান। ফেরার পথে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। এ সময় খুলনা-পাইকগাছা মহাসড়কের তালার গঙ্গারামপুর পাকার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইক থেকে ছিটকে রাস্তায় পড়লে ট্রাকের চাকায় পড়ে ঘটনাস্থলে মারা যান। আহত হয় শিশু তাবাচ্ছুম। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইস্পাহানে বাংকার বাস্টার মারেনি যুক্তরাষ্ট্র, অক্ষত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম

বাবুই পাখির কান্না কেউ শুনল না, কেটে ফেলা হলো তালগাছটি

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

গোষ্ঠীস্বার্থে বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে এই প্ল্যাটফর্ম: দায়িত্ব ছেড়ে উমামা ফাতেমার পোস্ট

অপারেশন রেড ওয়েডিং ও নার্নিয়া: ইরানের সেনা কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানীদের হত্যায় ইসরায়েলি অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত