Ajker Patrika

ডুমুরিয়ায় র‍্যাবের অভিযানে ভুয়া ডাক্তার গ্রেপ্তার 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৩: ৪৭
ডুমুরিয়ায় র‍্যাবের অভিযানে ভুয়া ডাক্তার গ্রেপ্তার 

খুলনার ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ী থেকে বিশ্বজিৎ বিশ্বাস (৫২) নামে এক ভুয়া ডাক্তার পদবিধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

গ্রেপ্তার বিশ্বজিৎ বিশ্বাস ডুমুরিয়া থানার বাসিন্দা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর (স্পেশাল কোম্পানি) একটি অভিযানকারী দল তথ্য পায়, ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ি গ্রামে বিশ্বজিৎ বিশ্বাসের ‘রানা হোমিও ক্লিনিক’-এ ভুয়া ডাক্তার পদবি ব্যবহার করে ভুল চিকিৎসা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বিশ্বজিৎ বিশ্বাস ক্যানসার, নারী ও শিশু রোগসহ সব রোগের চিকিৎসা দেয়, রোগীর হাতের রেখা দেখে ও বাটি চালানের মাধ্যমে নানা রকম ওষুধ দেয়। এই প্রতারণার মাধ্যমে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। 

বিষয়টি নজরে এলে র‍্যাব-৬ গোয়েন্দা তৎপরতা শুরু করে। ভুয়া ডাক্তারকে আইনের আওতায় আনতে র‍্যাব-৬-এর (স্পেশাল কোম্পানি) খুলনার একটি অভিযানকারী দল ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করে। এ সময় বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর কাছ থেকে বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়। 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়। একই সঙ্গে জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত