Ajker Patrika

বাড়ি ফেরা হলো না তাঁদের

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
বাড়ি ফেরা হলো না তাঁদের

কুষ্টিয়ার ভেড়ামারায় পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনাগুলো ঘটে। 

 নিহতেরা হলেন-তুষার হোসেন (১৯) ও গৃহবধূ জলি খাতুন (৩৮)। নিহত তুষার হোসেন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মালিপাড়া গ্ৰামের সাবদার আলীর ছেলে ও বিজেএম কলেজের কমার্সের শিক্ষার্থী। আর গৃহবধূ জলি খাতুন উপজেলার গোপিনাথপুর গ্ৰামের রফিকুল ইসলামের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা কলেজ থেকে তুষার হোসেন (১৯) এইচএসসি পরীক্ষা দিয়ে ব্যক্তিগত কাজ সেরে সাড়ে ৬টার দিকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। গোলাপ নগর নামক স্থানে সিএনজি পৌঁছালে সামনে থাকা মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় তুষার রাস্তার ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সে মারা যায়। 

এদিকে গৃহবধূ জলি খাতুন পাবনা মুলাডুলি বাবার বাড়ি থেকে নছিমন যোগে শ্বশুরের সঙ্গে নিয়ে ভেড়ামারা উপজেলার গোপীনাথপুর স্বামীর বাড়ি আসছিলেন। পথিমধ্যে লালনশাহ সেতুর ওপর দ্রুতগামী একটি ট্রাক নছিমনকে ধাক্কা দেয়। এ সময় জলি খাতুন সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলেন, এইচএসসি পরীক্ষার্থী তুষার সিএনজি অটোরিকশা থেকে ছিটকে পড়ে আহত হয়। পরে হাসপাতালে মারা যায়। জলি খাতুনকে বহনকারী নসিমনকে ট্রাক ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে মারা যায়। 
দুই পক্ষ থেকে কোনো অভিযোগ না দেওয়ায় দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত