Ajker Patrika

এলজিইডির নির্বাহী প্রকৌশলীর ওপর হামলাকারীদের শাস্তির দাবি

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৭: ৫৩
এলজিইডির নির্বাহী প্রকৌশলীর ওপর হামলাকারীদের শাস্তির দাবি

চট্টগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ও সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বিকেলে বাগেরহাট এলজিইডির জেলা কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘একটা সময় ছিল বিভিন্ন সরকারি দপ্তরে টেন্ডারবাজি হতো। বর্তমানে সরকার ইজিপি চালু করায় টেন্ডারবাজি বন্ধ হয়েছে। কিন্তু এখনো কিছু সন্ত্রাসী অনৈতিকভাবে কাজ পাওয়ার জন্য প্রকৌশলীদের ওপর চাপ প্রয়োগ করেন।’ 

তাঁরা আরও বলেন, ‘এই ধরনের নিয়মবহির্ভূত কাজে রাজি না হওয়ায় চট্টগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এটা খুবই হতাশাজনক।’ এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তাঁরা। 

মানববন্ধনে বক্তব্য দেন এলজিইডি বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় মোহান্ত, সদর উপজেলা প্রকৌশলী নির্মল কুমার কুন্ডু, প্রকৌশলী মো. সাইদুর রহমান, মো. আলতাফ হোসেন, কৌশিক বালা, এলজিইডি কর্মকর্তা খোন্দকার জাহিদুল হক, বাদল কুমার দাশ, নীতিশ রঞ্জন গাইন, আবু ওবায়েদ প্রমুখ। 

গতকাল রোববার বিকেল পৌনে চারটার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর কক্ষে প্রবেশ করে একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা করে। এ ঘটনায় ওই রাতেই নগরের খুলশী থানায় চসিকের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলায় সঞ্জয় ভৌমিক ওরফে কংকন, সুভাষ মজুমদার, নাজমুল হাসান ফিরোজ ও মাহমুদ উল্লাহ নামে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত