Ajker Patrika

মাগুরায় বাল্যবিবাহ ভেঙে দিলেন ইউপি চেয়ারম্যান

প্রতিনিধি, মাগুরা
মাগুরায় বাল্যবিবাহ ভেঙে দিলেন ইউপি চেয়ারম্যান

মাগুরার জগদল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ ভেঙে গেছে। এ ঘটনায় মুচলেকা নিয়ে বরকে ও কনেকে ছেড়ে দেওয়া হয়েছে। নিষেধ অমান্য করে গোপনে এ বিয়ে হলে জেল–জরিমানা হবে বলে জানানো হয়।

শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টা। অনেকটা গোপনেই মাগুরা সদর উপজেলার জগদলে আতিয়ার মোল্লার ১৭ বছর বয়সী মেয়ে ও জাকির সরদারের ছেলে মাজেদের (২৫) বিয়ে হচ্ছিল। ঘটনা জানতে পেরে চেয়ারম্যান রফিকুল ইসলামকে ফোন করেন জগদল ইউনিয়নের চৌকিদার আব্দুল্লাহ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চেয়ারম্যান রফিকুল। এতে বিয়েতে আসা লোকজন পালিয়ে যায়, বিয়ে বন্ধ করে দেন চেয়ারম্যান।

এ বিষয়ে জগদলের ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, একে তো বাল্যবিবাহ, এর উপর আবার করোনার সময়ে জনসমাগম। তাই প্রশাসনের নির্দেশে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, বর ও কনেকে মুচলেকা নিয়ে রাতেই ছেড়ে দেওয়া হয়েছে। নিষেধ অমান্য করে গোপনে বিয়ে হলে জেল–জরিমানা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত