Ajker Patrika

ভদ্রা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি, স্কুলসহ নিম্নাঞ্চল প্লাবিত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ভদ্রা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি, স্কুলসহ নিম্নাঞ্চল প্লাবিত

খুলনার ডুমুরিয়ায় ভদ্রা নদীর জোয়ারের পানিতে ভান্ডারপাড়া আশ্রয়ণ প্রকল্পের শিক্ষাপ্রতিষ্ঠানসহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে। গত দুই দিন যাবৎ বিদ্যালয়ের মাঠে জোয়ার ভাটা চলছে। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে। 

জানা গেছে, ভদ্রা নদীতে গত দুই দিন যাবৎ অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে প্রায় ৩ থেকে ৪ ফুট পানি বেড়েছে। নদীরক্ষা বাঁধ অত্যন্ত দুর্বল হওয়ায় গত শনিবার থেকে বাঁধ উপচে জোয়ারের পানি ভেতরে ঢুকতে শুরু করেছে। গতকাল রোববার ও আজ সোমবার ভোরে জোয়ারের কারণে নদীতে আরও পানি বৃদ্ধি পেয়েছে। এতে ভান্ডারপাড়া আশ্রয়ণ প্রকল্পের সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্লাবিত হয়েছে। দ্রুত বাঁধ মেরামত না করলে শ্রেণিকক্ষ তলিতে গিয়ে পাঠদান বন্ধ হয়ে যাবে। এমতাবস্থায় স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি কামনা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তা ছাড়া হুমকির মধ্যে রয়েছে মুজিববর্ষে দেওয়া ঘরসহ সরকারের আশ্রয়ণ প্রকল্পের ৩৫১টি ঘর।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার মণ্ডল বলেন, ‘নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ তলিয়ে গিয়ে বিদ্যালয় প্লাবিত হয়েছে। দ্রুত বাঁধের উন্নয়ন না করা হলে পাঠদানের বিঘ্নসহ ভবনটি ক্ষতিগ্রস্ত হবে।’

স্থানীয় ইউপি সদস্য মো. মাহাবুর রহমান শেখ জানান, ভদ্রা নদীরক্ষা বাঁধ অত্যন্ত দুর্বল। যে কারণে নদীতে পানি বেশি হলেই বাঁধ উপচে ভেতরে ঢুকে। বিষয়টি নিরসনে স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি কামনা করেছেন তিনি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান বলেন, ‘বাঁধের উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত