Ajker Patrika

নড়াইলে দরজা ভেঙে বিধবাকে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধি নড়াইল
আপডেট : ১৮ জুন ২০২৫, ২২: ৫৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার একটি গ্রামে ঘরের দরজা ভেঙে এক বিধবাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মঙ্গলবার (১৭ জুন) রাতে লোহাগড়া থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে পলাতক আসামি জহির শেখ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জহির শেখ দীর্ঘদিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি গত সোমবার রাত ২টার দিকে ওই নারীর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। স্থানীয় লোকজনের জানালে তারা সালিস-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ভুক্তভোগী নারী লোহাগড়া থানায় জহির শেখকে আসামি করে ধর্ষণ মামলা করেন।

লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম আজ বুধবার (১৮ জুন) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জহির শেখের নামে ধর্ষণের মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত