Ajker Patrika

ইবিতে ছাত্রদলের ২ নেতার বিরুদ্ধে দোকানির কাছে চাঁদা দাবির অভিযোগ

ইবি প্রতিনিধি
উল্লাস মাহমুদ ও সাব্বির হোসেন। ছবি: সংগৃহীত
উল্লাস মাহমুদ ও সাব্বির হোসেন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় এলাকায় এক দোকানির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই নেতা হচ্ছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক উল্লাস মাহমুদ এবং ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন।

শনিবার (৫ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযুক্ত দুজন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

লিখিত অভিযোগে বলা হয়, ‘আমি আব্দুল আহাদ, আমবাগানসংলগ্ন চায়ের দোকানদার। কয়েক দিন আগে ছাত্রদলের কর্মী উল্লাস আমাকে দোকান বন্ধ করার কথা জানায়। দোকান বন্ধ না করা হলে আজ শনিবার দুপুরে সাব্বির নামে একজনকে সঙ্গে নিয়ে আমার দোকানে আসে এবং তাদের কথামতো দোকান বন্ধ না করায় চাঁদা দাবি করে। যদি চাঁদা না দিই, পরবর্তীকালে আমাকে দেখে নেবে বলে হুমকি দেয়।’

জানা যায়, রবীন্দ্র-নজরুল কলা ভবনের বিপরীত পাশে একটি ছোট দোকান চালান আব্দুল আহাদ। ঈদের আগে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় তাঁর দোকানের বেশির ভাগ মাল নষ্ট হয়ে যায়, এ জন্য পরবর্তীকালে তিনি আর দোকান চালু করতে পারেননি। এরপর অভিযুক্ত ছাত্রদল নেতা উল্লাস তাঁকে দেখা করতে বলেন এবং দোকান না করলে ছেড়ে দিতে বলেন। দোকান ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে ছাত্রদল নেতা উল্লাস তাঁকে বড় ভাইয়ের জন্য কিছু টাকা দিতে বলেন।

অভিযোগের ব্যাপারে ইবি ছাত্রদলের কর্মী ও ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক উল্লাস মাহমুদ বলেন, ‘তার কাছে টাকা চাওয়ার ব্যাপারে আমি কোনোভাবেই জড়িত না, তাকে আমি চিনিও না। সে যদি সরাসরি প্রমাণ দিতে পারে যে আমি তার দোকানে গিয়েছি, তাহলে সে যা বলবে আমি মাথা পেতে নেব।’

ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন বলেন, ‘এটি সম্পূর্ণ একটা মিথ্যাচার ছড়ানো হচ্ছে। আমি আজ সকালে ক্যাম্পাসে গিয়েছিলাম, তারপর আমাদের সভাপতির সঙ্গে দেখা করে ঝিনাইদহে চলে আসছি দুপুরে।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘এই ঘটনার ব্যাপারে আগে-পরে কিছুই জানি না আমি। যদি তদন্ত সাপেক্ষে অভিযুক্ত দুজনের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনিক ব্যবস্থার সুপারিশ করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান বলেন, ওই দোকানি ব্যবসায়িক নিরাপত্তা চেয়ে ৪টার পরপর একটি লিখিত অভিযোগ দিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরে সে তা প্রত্যাহারের আবেদন দেয়। সে কেন আবেদন দিল আর কেন তুলে নিতে চাচ্ছে, সেটা সে-ই ভালো বলতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে হার্ডিঞ্জের পাশে রেলসেতু

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, ভারতীয় নিরব মোদির বেলজিয়ান ভাই যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত