চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় টানা দুই দিনের বৃষ্টিতে মাঠের পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে হতাশায় পড়েছেন কৃষকেরা। ধান কাটার মৌসুম শুরু হলেও এখনো অধিকাংশ কৃষক খেতের ধান ঘরে তুলতে পারেননি। ২-১ সপ্তাহের মধ্যে মাঠের পাকা ধানগুলো কেটে ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু কার্তিকের শেষে অসময়ের বর্ষণে পাকা ধানগুলো মাঠে শুয়ে যায়। এতে ভারী বর্ষণে ধান ও সবজি খেতে পানি জমে গেছে। ফলে মাঠের ধান ও সবজি নষ্ট গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিনের টানা ও মাঝারি বৃষ্টিতে খেতের অনেক ক্ষতি হয়ে গেছে। গাছের গোড়ায় পানি জমে গাছ মরে যাচ্ছে। এতে সবজি চাষিদের মাথায় হাত পড়েছে। অসময়ে বৃষ্টিপাতে ধানের পাশাপাশি বিভিন্ন সবজি খেত নষ্ট হয়ে যাচ্ছে। এবার ভালো ফলনের আশায় ছিল কৃষকেরা। কিন্তু সে আশা গুড়েবালিতে পরিণত হয়েছে। সবজির খেত নিয়েও তাঁরা চরম বিপদের শঙ্কায় রয়েছেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গার গঙ্গাদাশপুর গ্রামের কৃষক জিয়ারুল ইসলাম বলেন, দুই বিঘা জমিতে আমন ধান আবাদ করেছিলাম। মাঠের ধান পেকে গেছে। আর এক সপ্তাহের মধ্যে কেটে ঘরে তোলা যেত। কিন্তু অসময়ে উপর্যুপরি বৃষ্টির কারণে ধানগুলো মাঠে শুয়ে পড়েছে। বৃষ্টি কৃষকদের মন দফারফা করে দিয়েছে।
হাসাদাহ তালসার গ্রামের আবু সুলতান বলেন, আছি বড় বিপদে। ধান কেটে রাস্তায় পালা দিয়ে রেখেছি। খড়কুটো দিয়ে ঢেকে রেখেছি। তারপরও শঙ্কায় আছি যদি বৃষ্টির পানিতে ভিজে যায় তাহলে ধানে গজ (অঙ্কুর) হয়ে যাবে।
চুয়াডাঙ্গায় টানা দুই দিনের বৃষ্টিতে মাঠের পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে হতাশায় পড়েছেন কৃষকেরা। ধান কাটার মৌসুম শুরু হলেও এখনো অধিকাংশ কৃষক খেতের ধান ঘরে তুলতে পারেননি। ২-১ সপ্তাহের মধ্যে মাঠের পাকা ধানগুলো কেটে ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু কার্তিকের শেষে অসময়ের বর্ষণে পাকা ধানগুলো মাঠে শুয়ে যায়। এতে ভারী বর্ষণে ধান ও সবজি খেতে পানি জমে গেছে। ফলে মাঠের ধান ও সবজি নষ্ট গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিনের টানা ও মাঝারি বৃষ্টিতে খেতের অনেক ক্ষতি হয়ে গেছে। গাছের গোড়ায় পানি জমে গাছ মরে যাচ্ছে। এতে সবজি চাষিদের মাথায় হাত পড়েছে। অসময়ে বৃষ্টিপাতে ধানের পাশাপাশি বিভিন্ন সবজি খেত নষ্ট হয়ে যাচ্ছে। এবার ভালো ফলনের আশায় ছিল কৃষকেরা। কিন্তু সে আশা গুড়েবালিতে পরিণত হয়েছে। সবজির খেত নিয়েও তাঁরা চরম বিপদের শঙ্কায় রয়েছেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গার গঙ্গাদাশপুর গ্রামের কৃষক জিয়ারুল ইসলাম বলেন, দুই বিঘা জমিতে আমন ধান আবাদ করেছিলাম। মাঠের ধান পেকে গেছে। আর এক সপ্তাহের মধ্যে কেটে ঘরে তোলা যেত। কিন্তু অসময়ে উপর্যুপরি বৃষ্টির কারণে ধানগুলো মাঠে শুয়ে পড়েছে। বৃষ্টি কৃষকদের মন দফারফা করে দিয়েছে।
হাসাদাহ তালসার গ্রামের আবু সুলতান বলেন, আছি বড় বিপদে। ধান কেটে রাস্তায় পালা দিয়ে রেখেছি। খড়কুটো দিয়ে ঢেকে রেখেছি। তারপরও শঙ্কায় আছি যদি বৃষ্টির পানিতে ভিজে যায় তাহলে ধানে গজ (অঙ্কুর) হয়ে যাবে।
রাজশাহীতে হত্যা মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁর নাম মো. ফয়সাল (২৬)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা। র্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল আজ মঙ্গলবার রাজশাহীর পুঠিয়া উপজেলার
১৮ মিনিট আগেরাজধানীর কমলাপুর রেলস্টেশনে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম শ্যামলী (৩০)। গতকাল সোমবার রাত ১টার দিকে পুলিশ সদস্যরা মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩৯ মিনিট আগেঢাকার ধামরাইয়ে মমো ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানাটির শ্রমিকেরা।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নে পারিবারিক কবরস্থানগুলো থেকে রাতের আঁধারে কঙ্কাল চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। গত কয়েক দিনে ৩০ টির বেশি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। এতে গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে গ্রামবাসী এখন রাত জেগে পাহারা দিচ্ছেন বলেও জানা গেছে
২ ঘণ্টা আগে